Home অপরাধ চট্টগ্রাম টেস্টে জুয়াড়ি সন্দেহে ৩ ভারতীয় আটক

চট্টগ্রাম টেস্টে জুয়াড়ি সন্দেহে ৩ ভারতীয় আটক

0
চট্টগ্রাম টেস্টে জুয়াড়ি সন্দেহে ৩ ভারতীয় আটক

নিউজ মেট্রো প্রতিনিধি:

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের টেস্ট চলাকালে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গেট থেকে জুয়াড়ি সন্দেহে তিন ভারতীয়কে গ্রেফতার আটক করেছে একটি গোয়েন্দা সংস্থার লোকজন।শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁদের আটক করা হয়।

আটক তিনজন হলেন, সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, ‘তিন জন ভারতীয় নাগরিককে আটক করে এনএসআই সদস্যরা থানায় এনে আমাদের কাছে দিয়েছেন। তাঁদের ধারণা আটক তিন জন আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সদস্য।আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যদি তারা সত্যিকার অর্থেই জুয়াড়ি হয়ে থাকে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারা বৈধভাবে বাংলাদেশে এসেছে কিনা, এটাও দেখা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here