হোটেল শ্রমিকদের নিম্নতম মজুরি ১০ হাজার টাকা দাবি

হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় বক্তব্য রাখছেন তপন দত্ত

হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারন সভা বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় জে এম সেন হলে অনুষ্ঠিত হয়। সভায় হোটেল শ্রমিকদের নিম্নতম মজুরি ১০ হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়েছে।

শ্রমিক নেতা বাবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারন সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক নেতা তপন দত্ত।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সদস্য মীর মো. ইলিয়াছ, আব্দুর রহিম, মো. দিদার, আবু তাহের, দুলাল ভুঁইয়া, শফিক উদ্দিন শফি, নূর আলম, সুভাষ দাস, ইউসুপ প্রমুখ শ্রমিক নেতা।

সভায় বক্তরা বলেন, বাংলাদেশের হোটেল-রেষ্টুরেন্ট ও খাবার দোকান সমূহে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। মালিকের মুনাফা বৃদ্ধি করে। জনগণকে সেবা দেয়। দেশের রাজস্ব যোগান দেয় এবং অর্থনীতির চাকা সচল রাখে। কিন্তু দূর্ভাগ্যের বিষয় এসকল শ্রমিকেরা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে।তাদের চাকরির ন্যূনতম নিশ্চয়তা নাই। শ্রম আইন স্বীকৃত নিয়োগপত্র, পরিচয়পত্র, সবেতনছুটি, বার্ষিকছুটি ও সাপ্তাহিক ছুটি কিছুই দেয়া হয়না। শ্রমিকদের যে মজুরি দেয়া হয় তা বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রম আইন বাস্তবায়ন, শ্রম আদালত কার্যকর করা সহ এবং হোটেল শ্রমিকদের নিম্নতম মজুরি ১০ হাজার টাকা ঘোষণা  করতে হবে। অন্যথায় ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ে বাধ্য করা হবে। সভা শেষে একটি র‍্যালী চট্টগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রেস বিজ্ঞপ্তি