সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গমন করলেন সেনাবাহিনী প্রধা
সরকারি সফরে রোববার (০৬ এপ্রিল) রাশিয়া গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাশিয়া সফর শেষে তিনি আগামী ১০ এপ্রিল ২০২৫ তারিখে ক্রোয়েশিয়া গমন করবেন। সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়াও, সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ এপ্রিল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। প্রেস বিজ্ঞপ্তি।
Heard about bet88affiliates, decided to check it out. If you’re looking to partner up, might be worth a look. Seems like they have a decent program. Do your research though! Learn more: bet88affiliates
What’s up, everyone? Just signed up at 585betcom. The registration process was quick and painless, which is always a plus. I’ll let you know how it goes! Give it a shot. 585betcom