বিনোদন প্রতিবেদক :
‘বরবাদ’ সিনেমার জন্য দর্শকদের ভালবাসা সত্যি অতুলনীয় বলে মন্তব্য করেছেন ছবিটির নায়ক সুপারস্টার শাকিব খান। সোমবার এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শো দেখতে গিয়ে এ মন্তব্য করেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা।
শাকিব খান বলেন, ‘এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। দর্শক সিনেমাটার জন্য এত ভালোবাসা দিচ্ছে যা সত্যি অতুলনীয়। নতুন ছবির শুটিংয়ের কারণে সময় করতে পারিনি। আজ অবশেষে আসতে পারলাম।’
এদিন শাকিব খানের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি, কণ্ঠশিল্পী কোনাল, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ,পরিচালক শিহাব শাহীন, দিঘী, সুনেরাহ বিনতে কামাল, ইমনসহ অনেকেই।
মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত। আর আইটেম গানে পারফর্ম করেছেন ভারতের অভিনেত্রী নুসরাত জাহান।
Hey guys, anyone tried 959betlogin lately? Heard some good things, thinking of checking it out. Is it as good as they say? Find it here: 959betlogin
Just gave mxn777casino a try and it was surprisingly fun. The interface is sleek and they’ve got some good promotions running. Good luck if you check it out: mxn777casino