Home বিনোদন স্টার সিনেপ্লেক্সে ‘বরবাদ’ দেখলেন শাকিব খান

স্টার সিনেপ্লেক্সে ‘বরবাদ’ দেখলেন শাকিব খান

6
স্টার সিনেপ্লেক্সে ‘বরবাদ’ দেখলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক :

‘বরবাদ’ সিনেমার জন্য দর্শকদের ভালবাসা সত্যি অতুলনীয় বলে মন্তব্য করেছেন ছবিটির নায়ক সুপারস্টার শাকিব খান। সোমবার এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শো দেখতে গিয়ে এ মন্তব্য করেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা।

শাকিব খান বলেন, ‘এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। দর্শক সিনেমাটার জন্য এত ভালোবাসা দিচ্ছে যা সত্যি অতুলনীয়। নতুন ছবির শুটিংয়ের কারণে সময় করতে পারিনি। আজ অবশেষে আসতে পারলাম।’

এদিন শাকিব খানের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি, কণ্ঠশিল্পী কোনাল, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ,পরিচালক শিহাব শাহীন, দিঘী, সুনেরাহ বিনতে কামাল, ইমনসহ অনেকেই।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত। আর আইটেম গানে পারফর্ম করেছেন ভারতের অভিনেত্রী নুসরাত জাহান।

6 COMMENTS

  1. Hey everyone, I recently checked out vn95 and wanted to share my thoughts. They have a good selection of different games and the website is easy to navigate. Check it out for yourself at vn95

Leave a Reply to gigabetcassino Cancel reply

Please enter your comment!
Please enter your name here