
নিউজ মেট্রো ডেস্ক
বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে হোয়াইট হাউজের আসবাবপত্র গোছানোর কাজ শুরু হয়েছে। আগামী ২০ জানুয়ারি বাইডেনের শপথের দিনেই হোয়াইট হাউজ ছাড়বেন ট্রাম্প।
রিপাবলিকান এ প্রেসিডেন্ট প্রথম দিকে অভিষেকের আগের দিন মঙ্গলবারই রাজধানী ছেড়ে যাওয়ার কথা ভেবেছিলেন, পরে বুধবার সকালে ফ্লোরিডা যাওয়ার সিদ্ধান্ত নেন। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা শুক্রবার এ কথা জানিয়েছেন।
বাইডেনের অভিষেকে থাকবেন না বলে আগেই ঘোষণা দেওয়া ট্রাম্প ওয়াশিংটন ডিসির বাইরে এয়ার ফোর্স ওয়ানের সদরদপ্তর জয়েন্ট বেস অ্যান্ড্রুজ ঘাঁটিতে তার বিদায় অনুষ্ঠানের পরিকল্পনা করছেন বলেও জানিয়েছে তারা। ট্রাম্পের এ পরিকল্পনা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, বুধবার কখন তিনি বক্তৃতা দেবেন তাও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ট্রাম্পকে গত সপ্তাহে অভিশংসিত করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট নজিরবিহীনভাবে দ্বিতীয়বারের মতো অভিশংসনের শিকার হলেন। গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের হামলায় উসকানি দেয়ার অভিযোগে এই পদক্ষেপ নেয় প্রতিনিধি পরিষদ। এর আগে ২০১৯ সালে ইউক্রেন কেলেঙ্কারির কারণে কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পকে প্রথম দফায় অভিশংসন করা হয়েছিল।