
নিউজ মেট্রো প্রতিনিধি :
ভারত সরকারের উপহার হিসাবে আগামীকাল বুধবার বাংলাদেশে আসছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ করোনার টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, এটা এটা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ‘কভিশিল্ড’। ভারত সরকারের উপহার হিসাবে এ টিকা আসছে।
ভারত সরকারের উপহার হিসেবে এই টিকা বাংলাদেশে এলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম ভারতের সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে। সেই সঙ্গে ভারত থেকে টিকা পাওয়ার ব্যাপারে যে সংশয় দেখা দিয়েছিল, সেটারও অবসান হবে।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি টিকা কিনতে গত নভেম্বরে বাংলাদেশ সরকারের সঙ্গে দেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে এই টিকা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেবে বেক্সিমকো। প্রতি টিকার দাম পড়ছে ৫ ডলার। বেক্সিমকো সরকারকে জানায়, জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথমে বাংলাদেশে এই টিকা আসা শুরু হবে।