
নিউজ মেট্রো প্রতিনিধি:
ওয়েস্ট ইন্ডিজের বিরূদ্ধে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৪২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। দিন শেষে সাকিব অপরাজিত আছেন ৩৯ রানে আর লিটন ৩৪ রানে।
উইন্ডিজদের বিপক্ষে সিরিজের ১ম টেস্টের ১ম দিনে ব্যাট করতে নেমে মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল। পরে নাজমুল শান্ত ও তরুণ ওপেনার সাদমান ইসলাম জুটি ৪৩ রান করে কিছুটা আশার আলো দেখায়। দলীয় ৬৬ রানের মাথায় রান হয়ে যান শান্ত। । এসময় তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ২৫ রান।ৎ
অধিনায়ক মুমিনুল হকও উইকেটে টিকে ছিলেন দীর্ঘ সময়। ৯৭ বল মোকাবেলার মাধ্যমে তিনি সংগ্রহ করেন ২৬ রান। দৃষ্টিকটু। স্পিনার ওয়ারিকানের বলে ক্যাম্পবেলের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান তিনি।
১৩৪ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ তাকিয়ে ছিল দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের দিকে। দু’জন আস্থার প্রতিদানও দিচ্ছিলেন। গড়েন ৫৯ রানের জুটি। তবে দিনের শেষ সেশনে এসে বিদায় নেন মুশি। ওয়ারিকানের বল ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে দাঁড়ানো রাহকিম কর্নওয়ালের হাতে। ৩৮ রান করে বিদায় নেন মুশফিক। দলের রান তখন ১৯৩।
১ম দিনের বাকি সময়টায় সমর্থকদেরকে আর দুর্ভাবনায় পড়তে দেন নি সাকিব ও লিটন দাস। দু’জন নিশ্চিন্তে পাড়ি দেন বাকি সময়। সাকিব টেস্ট মেজাজে খেললেও কিছুটা ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়েছেন লিটন দাস। ৫৮ বলে ৩৪ রান করে অপরাজিত তিনি। ৯২ বলে ৩৯ রান করে অপরাজিত সাকিবও।
আগামীকাল দলকে বড় সংগ্রহ পাইয়ে দিতে আবারো মাঠে নামবেন এই দু’জন। উইন্ডিজের হয়ে ১ম দিনে ৩টি উইকেট শিকার করেছেন স্পিনার ওয়ারিকান। ১টি উইকেট গেছে কেমার রোচের দখলে।