Home বিশ্বজুড়ে সামিয়া সুলুহু হাসান তাঞ্জানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট

সামিয়া সুলুহু হাসান তাঞ্জানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট

0
সামিয়া সুলুহু হাসান তাঞ্জানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট
নিউজ মেট্রো ডেস্ক :
তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর শুক্রবার তিনি প্রথম নারী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
দেশটির জাতীয় দৈনিক ‘ডেইলী নিউজ’ এর প্রতিবেদনে বলা হয়, সকাল ১০টায় শপথ শেষে তিনি বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে আমি যত শপথ নিয়েছি সেসবের চেয়ে আজকের এই শপথ ব্যতিক্রম। শোকাবহ এক পরিস্থিতির মধ্য দিয়ে আমি আজ দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিলাম।’
প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার পর সেনাবাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করছেন সামিয়া সুলুহু হাসান
শপথ নেয়ার পর  তিনি সেনাবাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন। উচ্চপদস্থ কর্মকর্তারা হাততালি দিয়ে অভিনন্দন জানান তাকে। এ সময় সততার সঙ্গে তানজানিয়ার সংবিধান সমুন্নত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সামিয়া। শপথ নেওয়ার পর প্রথম ভাষণে ৬১ বছর বয়সী সামিয়া হাসান প্রয়াত প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যুতে ২১ দিনের শোক ঘোষণা করেন। সরকারি ছুটি ঘোষণা করেছেন আগামী ২২ ও ২৫ মার্চ। ওইদিন মাগুফুলির শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।
গুরুতর অসুস্থতার কারণে গত ৬ মার্চ মাগুফুলিকে জাকায়া কিকওয়েট কার্ডিয়াক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে সে সময় তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। পরে অসুস্থ বোধ করলে ১৪ মার্চ তিনি পুনরায় হাসপাতালে ভর্তি হন। এরপর ১৮ মার্চ তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তানজানিয়ার সংবিধান অনুসারে প্রয়াত মাগুফুলির দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের ক্ষমতায় থাকার মেয়াদ ২০২৫ সালে শেষ হওয়ার কথা ছিল। তাই সেই সময় পর্যন্ত এখন দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন সামিয়া।
সামিয়া সুলুহু হাসান ১৯৬০ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ২০০০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি তাঞ্জানিয়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন সিসিএম পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী মাগফুলির রানিং মেট হিসাবে নির্বাচনে অংশ নেন এবং দলটি নিরঙ্কুশ বিজয় লাভ করে। এরপর থেকে তিনি দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here