নিজস্ব প্রতিবেদক :
শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সদ্য আত্মপ্রকাশ হওয়া রাজনৈতিক দল এনসিপি’র গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দলের নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে জানিয়ে নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ফয়সালা করার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই। এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Been playing x111game for a while now and I’m hooked! The community is awesome and there’s always something to do. Give it a shot! Find more here: x111game
Yo, just checked out phfiery. Pretty slick! Seems like a decent spot to chill and, you know, unwind. Definitely gonna bookmark this one! Check it out for yourselves! phfiery