নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, কেরামত আলীর বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে। এর যেকোনো একটি মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৭ এপ্রিল) আদালতের সোপর্দ করা হবে।
আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ এনে গত ৩১ আগস্ট কাজী কেরামত আলী, তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন সদর উপজেলার কাউরিয়া গ্রামের বাসিন্দা ও কোটা সংস্কার আন্দোলনের অংশগ্রহণকারী রাজিব মোল্যা। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
Codesunwin on the .net …Alright, I’m on the hunt for some sweet codes! Hope they got the good stuff and that I can actually win somethin’! codesunwin
hm88com is awesome! I love the different games they have. Depositing and withdrawing money is simple too, which is a big plus. Take a look at hm88com – you won’t regret it!