নিজস্ব প্রতিবেদক :
বাংলা নববর্ষকে সামনে রেখে বন্দর নগরী চট্টগ্রামে চলছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রস্তুতি। ডিসি হিল ও সিআরবি শিরীষতলা দুই জায়গাতেই বর্ষবরনের আয়োজন হবে এবার। ডিসি হিলে অনুষ্ঠানের আয়োজন করবে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ এবং শিরীষতলায় থাকবে নববর্ষ উদযাপন পরিষদের নানা অনুষ্ঠান।
এবার ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠান আয়োজনের বিষয়ে এক ধরণের অনিশ্চয়তার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেখানে একদিনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আহ্বায়ক অলক ঘোষ পিন্টু ও সদস্য সচিব সুচরিত দাশ খোকনের নেতৃত্বাধীন সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ সেখানে সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত নানা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেবে। নৃত্য, গান, আবৃত্তি, নাটক, কৌতুকসহ নানা অনুষ্ঠান থাকবে তাদের আয়োজনে।
অন্যদিকে, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ও উচ্চারক আবৃত্তিকুঞ্জের সভাপতি ফারুক তাহেরের নেতৃত্বে নববর্ষ উদযাপন পরিষদ বর্ষবিদায় ও বর্ষবরণের দুই দিনের অনুষ্ঠান করবে সিআরবি শিরীষতলায়। রবিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪৩১ সালকে বিদায় জানানো হবে সেখানে। আর সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বর্ষবরণের অনুষ্ঠান। শিরীষতলায় বর্ষবরণের অনুষ্ঠানে আলোচনা অনুষ্ঠান, আবৃত্তি, গান, নৃত্য, কবিতা আবৃত্তি ছাড়াও এবার ব্যতিক্রম হিসেবে থাকবে কাবাডি প্রতিযোগিতা।
বর্ষবরণ উদযাপন পরিষদের সদস্য সচিব ফারুক তাহের জানান, বাংলা নববর্ষ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। প্রতি বছরের মতো এবারও এ উপলক্ষ্যে আমরা শিরীষতলায় নানা কর্মসূচী হাতে নিয়েছি। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এসব কর্মসূচীতে অংশ নেবে। থাকবে স্বনামধন্য শিল্পীদের নানা পরিবেশনা। ইতিমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
এদিকে, পহেলা বৈশাখ উপলক্ষ্যে এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে সকালে বের করা হবে শোভাযাত্রা। এজন্যে চারুকলার শিক্ষার্থীরা তৈরি করছে রংবেরঙের নানা প্রতিকৃতি। নগরীর বাদশা মিয়া রোডস্থ চারুকলা ইনস্টিটিউট থেকে বের হলে শোভাযাত্রাটি আলমাস মোড়, কাজির দেউড়ি, জামালখান প্রেস ক্লাব হয়ে আবারও একই রুটে চারুকলায় গিয়ে শেষ হবে।
Spinolococasino… now that’s a name! Had a few spins and enjoyed myself. Worth a look if you’re feeling adventurous! Jump in: spinolococasino
Been using 5588Bet for a bit now, and I’m liking the interface a lot. Easy to navigate, good odds, good selection. If you haven’t checked it out, take a look: 5588bet. Don’t bet more than you can afford to lose!