চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর আইন উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট মানবাধিকার আইনবিদ জিয়া হাবীব আহসান। সম্প্রতি অনুষ্ঠিত সিডিএ’র ৪৬৪তম বোর্ড মিটিং-এ এডভোকেট জিয়া হাবীব আহসানসহ আরও দুইজন বিশিষ্ট আইনবিদকে সিডিএ’র আইন উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তাঁরা হলেন যথাক্রমে ব্যারিস্টার সাইফুদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট মোহাম্মদ সেকান্দর বাদশাহ।
অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান এর আগেও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্যানেল লইয়ার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম ওয়াসা, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, কোম্পানি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও বহুজাতিক কোম্পানির আইন উপদেষ্টা ও প্যানেল লইয়ার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি আইন ও অধিকার বিষয়ে নিয়মিতভাবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সচেতনতামূলক লেখা প্রকাশ ও টক শোতে অংশগ্রহণ করে আসছেন। তিনি রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত প্রাক্তন স্কাউট লিডার এবং মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)-এর মহাসচিব।
তিনি প্রায় এক ডজন আইন-গ্রন্থের রচয়িতা। ২০০৮ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে ‘হিউম্যান রাইটস অ্যান্ড ইউএস জুডিশিয়াল সিস্টেম’ বিষয়ক ইন্টারন্যাশনাল ভিজিটিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এছাড়া সিঙ্গাপুর পুলিশের আমন্ত্রণে কমিউনিটি পুলিশিং বিষয়ে প্রশিক্ষণ এবং জার্মানিতে অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস সামিটসহ বহু আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেন।
তিনি ইউনুস সূহৃদ ও সোশ্যাল বিজনেস সেন্টার, মা ও শিশু হাসপাতাল, কিডনি রোগী কল্যাণ সংস্থা, বাংলাদেশ আঞ্চলিক স্কাউট, রেড ক্রিসেন্ট, মুসলিম এডুকেশন সোসাইটি, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিমিটেড, রেড ক্রিসেন্ট সোসাইটি, লায়ন্স ক্লাব চিটাগাং সেন্টারসহ বহু জনহিতকর প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
তিনি তৎকালীন হাওড়া কোর্টের সরকারি আইন কর্মকর্তা মরহুম এডভোকেট এজাহার হোসেন বিএল-এর দৌহিত্র। তিনি বিশিষ্ট আইনবিদ মরহুম এডভোকেট আলহাজ্ব আবু মোহাম্মদ য়্যাহ্য়া’র জ্যেষ্ঠ পুত্র এবং আইন শিক্ষক ব্যারিস্টার আমিনুল হকের বড় জামাতা।
-প্রেস বিজ্ঞপ্তি
Fun88 accepting crypto now? fun88cbtc seems focused on Bitcoin. Thinking of using it. Do they offer good rates and security? Lets discuss! Check them out: fun88cbtc
Hit’n’Spin Login… Sounds fun, right? Well, it is! Got in a few rounds and the interface is pretty smooth. Give it a spin yourself and see what you think! Best of luck! Find it here: hitnspinlogin