Home অপরাধ কারাগারে মুশতাকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

কারাগারে মুশতাকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

0
কারাগারে মুশতাকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

নিউজ মেট্রো প্রতিনিধি :

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের বন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
কমিটির সদস্যরা হলেন—গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা।
কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

ডিজিটাল নিরাপত্তা আইনে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন লেখক মুশতাক আহমেদ (৫৩)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
রাত ৮টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিক আখ্যায়িত করে এর রহস্য উদ্ঘাটনের দাবিতে সারাদেশে বিক্ষোভ করছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here