নিজস্ব প্রতিবেদক :
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ম্যাচের ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়া দলকে ৬০ রানে হারিয়ে দেয় টাইগাররা।১২৩ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৬২ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনিংয়ে নামেন মোহাম্মদ নাইম শেখ ও মেহেদী হাসান। দু’জনে দুর্দান্ত শুরু এনে দেন। প্রথম চার ওভারেই দলীয় রান ৪০ পার হয়ে হয়ে যায়। ৪.৩ ওভারে দলীয় ৪৩ রানের মাথায় অ্যাশটন টার্নারের বলে অ্যাগারের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৩ রান করে ফিরে যান মেহেদী হাসান। এর পর সাকিব খেলেতে নেমে দলীয় ৬০ রানের মাথায় ২০ বলে ১১ রান করে আউট হয়ে যান । তার আগে ২৩ বলে ২৩ রান করে আউট হন অপর ওপেনার নাইম শেখ। এরপর ক্রিজে আসেন সৌম্য সরকার। কিন্তু ব্যাটিং পজিশন পরিবর্তন হলেও তার ফর্ম আগের মতো রয়ে যায়। ১৬ রান করে আউট হয়ে যান। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১৯ ও আফিফ হোসেন ১০ করেন।
এদিন অস্ট্রেলিয়ার বিরূদ্ধে মাত্র ৯ রান দিয়ে ৪টি উইকেট নেন সাকিব আল হাসান।৩.৪ ওভারের মধ্যে একটি মেডেনও দিয়েছেন। এটিই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা বোলিং। অলরাউন্ডার সাইফউদ্দিন মাত্র ৩ ওভার বোলিং করে ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন। দারুণ বোলিং করেছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসানও। এর মধ্যে নাসুম নিয়েছেন অজিদের প্রথম দুটি উইকেট। তবে উইকেট না পেলেও নিয়ন্ত্রিত ছিলেন মেহেদী। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও নেন একটি উইকেট।
অজি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন অধিনায়ক ম্যাথু ওয়েড। এছাড়া ১৭ রান করেন বেন ম্যাকডারমট। বাকিদের মধ্যে আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
Panaloko Online Casino: Best Philippines slots and gaming. Easy Panaloko login, register, and official app download for an elite experience. Join Panaloko Online Casino, the Philippines’ top destination for elite slots. Easy Panaloko login, quick Panaloko register, and official Panaloko app download for a premium gaming experience. Play the best Panaloko online casino games today! visit: panaloko