Home Blog Page 12

১৪ বিশিষ্টজন পাচ্ছেন চসিকের একুশে সম্মাননা

১৪ বিশিষ্টজন পাচ্ছেন চসিকের একুশে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক :
নানা ক্ষেত্রে অবদানের জন্য এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন ড. সলিমুল্লাহ খানসহ ১৪ জন বিশিষ্ট ব্যক্তি। এর মধ্যে আটজনকে একুশে স্মারক সম্মাননা পদক এবং ছয়জনকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে।
আগামী বুধবার (২৬ ফেব্রæয়ারি) বিকাল ৪টায় নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে অমর একুশে বইমেলা মঞ্চে তাদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা স্মারক ও পুরস্কার।
সম্মাননাপ্রাপ্তরা হলেন, ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণা প্রফেসর ড. সুকোমল বড়–য়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় লায়ন কামরুন মালেক, সঙ্গীতে নকিব খান, সাংবাদিকতায় জাহেদুল করিম কচি এবং ক্রীড়ায় তামিম ইকবাল খান। এ আটজন বিশিষ্ট ব্যক্তিদের একুশে স্মারক সম্মাননা প্রদান করা হবে।
এছাড়া কথাসাহিত্যে প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় প্রফেসর ড. সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসা সাহিত্যে প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিল্লুর রহমান এবং অনুবাদে ফারজানা রহমান শিমুকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে।

কক্সবাজারে সংঘর্ষের ঘটনায় আইএসপিআর এর বক্তব্য

কক্সবাজারে সংঘর্ষের ঘটনায় আইএসপিআর এর বক্তব্য

কক্সবাজারে বিমানবাহিনীর সদস্যদের সাথে স্থানীয় জনতার সংঘর্ষ ও হতাহতের বিষয়ে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বক্তব্য পাঠিয়েছে আইএসপিআর।
এতে বলা হয়, কক্সবাজারে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু স্থানীয় দুর্বৃত্ত সোমবার (২৪-২-২০২৫) তারিখে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। উল্লেখ্য যে, বিয়াম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্ট হতে একজন স্থানীয় লোকের মটর সাইকেলের কাগজপত্র না থাকায় বিমান বাহিনীর প্রভোস্ট কর্তৃক জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটির অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এসময় সমিতি পাড়ার আনুমানিক দুই শতাধিকেরও বেশি স্থানীয় লোকজন বিমান বাহিনীর ঘাঁটির দিকে অগ্রসর হলে বিমান বাহিনীর সদস্যরা তাদেরকে বাঁধা দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সংখ্যা বৃদ্ধি পেলে বিমান বাহিনীর চেকপোস্ট এলাকায় বিমান বাহিনীর সদস্য ও সমিতি পাড়ার কতিপয় দুষ্কৃতকারী লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কতিপয় কুচক্রী মহলের ইন্ধনে দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের উপর ইট পাটকেল ছুড়ে। এসময় দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত হন যার মধ্যে বিমান বাহিনীর ৪ জন সদস্য (১ জন অফিসার ও ৩ জন বিমানসেনা) আঘাতপ্রাপ্ত হন এবং শিহাব কবির নাহিদ নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় বিমান বাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য যে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে বিমান বাহিনীর সদস্যগণ কর্তৃক বিমান বাহিনীর Rules of Engagement অনুয়ায়ী ফাঁকা গুলি ছোড়া হয়, তবে স্থানীয় জনসাধারণের উপর কোন প্রকার তাজা গুলি ছোড়া হয়নি। বিমান বাহিনীর সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য যে, স্থানীয় জনগণের ইটপাটকেলের আঘাতে বিমান বাহিনীর গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। এছাড়াও স্থানীয় জনগণ ঝোপঝাড়ে আগুন দেয়ার চেষ্টা করেছিল যা পরবর্তীতে বেশি সম্প্রসারিত হয়নি। এমতাবস্থায়, একটি কুচক্রী মহল বিমান বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাহিনীর গুলিতে উক্ত যুবক নিহত হয়েছে বলে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা সত্যি নয়। এক্ষেত্রে প্রচারিত গুলির খোসার ছবিটি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, উক্ত খোসাটি ফাঁকা গুলির, যা প্রাণঘাতি নয় এবং শুধুমাত্র শব্দ তৈরি করে। যুবক নিহতের ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীর শোক ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে।
এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যে, উক্ত ঘটনা প্রকাশে কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৎ উদ্দেশ্যে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এর নাম বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা হিসেবে উল্লেখ করা হচ্ছে- যা সত্য নয়। উল্লেখ্য যে, উক্ত ঘাঁটির নাম ০২ ডিসেম্বর ২০২১ সালে সরকারি প্রজ্ঞাপনে পরিবর্তন করে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার রাখা হয় যা বর্তমানেও বহাল রয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় দেশের আপামর জনসাধারণের সাথে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও বিমান বাহিনী দেশের মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে। দেশের জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষার্থে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ।
আইএসপিআর

এবার সিনেমা প্রযোজনায় নায়িকা বুবলী

0
এবার সিনেমা প্রযোজনায় নায়িকা বুবলী

বিনোদন প্রতিবেদক :
এবার প্রযোজকের তালিকায় নাম লেখালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। শুরু করেছেন ‘বিগ’ ( বুবলী ইনোভেটিভ গ্রুপ)।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই  ঘোষণা দেন বুবলী।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন। অনেকে হয়ত ভালো কাজ করেন, কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা।’
নতুন প্রতিষ্ঠানের পরিকল্পনা জানিয়ে বুবলী বলেন, ‘আমি সিনেমার মানুষ, তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। কিন্তু সিনেমা বানানো অনেক বড় কাজ। এটির জন্য আরও অভিজ্ঞতা প্রয়োজন। তাই চলতি বছর নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। যাত্রাটা শুরু হবে কোরবানি ঈদের নাটক নিয়ে। এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে। বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে আগামী বছর। সে সময় বড় আয়োজন করে ঘোষণা দেওয়া হবে।’
এর আগে অপু বিশ্বাস, ববি হক, মাহিয়া মাহিসহ এ সময়ের কয়েকজন অভিনেত্রী প্রযোজনায় এসেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন  বুবলী।

বাধ্যতামূলক অবসরে চার ডিআইজি

বাধ্যতামূলক অবসরে চার ডিআইজি

নিজস্পুব প্লিরতিবেদক :

পুলিশের চার ডিআইজিকে এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অবসরে পাঠানো চারজন হলেন- এন্টি টেররিজম ইউনিট কর্মরত ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের কর্মরত ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশে কর্মরত ডিআইজি মো. আজাদ মিয়া, এনডিসি ও আমেনা বেগম।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই চারজনকে অবসর প্রদান করা হলো।
তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

জুনের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্ভব : কমিশন

জুনের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্ভব : কমিশন

নিজস্ব প্রতিবেদক :

আগামী জুনের মধ্যেই সবক’টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে করা সম্ভব বলে অভিমত দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। অন্তবর্তী সরকারের কাছে জমা দেয়া প্রতিবেদনে এ অভিমত জানানো হয়েছে।

অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন ৮ সদস্যের স্থানীয় সরকার সংস্কার কমিশন গত বুধবার তাদের প্রাথমিক সুপারিশসম্বলিত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় শনিবার এ প্রতিবেদন প্রকাশ করেছে।

কমিশনের প্রাথমিক সুপারিশে বলা হয়, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে কার্যত কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই। এ মুহূর্তে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে করা সম্ভব। বর্তমানে নতুন একটি স্বচ্ছ ক্যানভাসে নতুন ছবি আঁকা সম্ভব। নতুবা নির্বাচনের আগে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিয়ে আইনি জটিলতার উদ্ভব হতে পারে।’

আগামী মার্চ অথবা এপ্রিলের মধ্যে একটি অধ্যাদেশের মাধ্যমে পাঁচ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য দুটি একীভূত স্থানীয় সরকার আইন প্রণয়ন করেছে সংস্কার কমিশন। তারা বলেছে, আগামী জুনের মধ্যে সমতল ও পাহাড়ের সব ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে। প্রস্তাবিত ‘স্থানীয় সরকার কমিশন’ এ বিষয়ে বিস্তারিত কাজ এপ্রিলের আগে শেষ করতে পারে। তবে জাতীয় নির্বাচনের বিষয়ে সরকার, রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হলেই তা সম্ভবপর হবে।

 

বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি চালু করার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করে কমিশন। এ বিষয়ে তাদের সুপারিশে বলা হয়, ‘স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি চালু করার আলোচনা দীর্ঘদিন ধরে জনপরিসরে থাকলেও কোনো সুযোগ সৃষ্টি হয়নি। এখন সে সুযোগ সৃষ্টি হয়েছে।’

পাহাড়ে নির্বাচনের বিষয়ে কমিশনের সুপারিশে বলা হয়, ‘পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ আইনকে সংসদীয় কাঠামোতে সংস্থাপিত করে আইন সংশোধন করে চলতি বছরের জুনের মধ্যে পাহাড়ের তিনটি জেলা পরিষদের নির্বাচনও করা যেতে পারে।’

দেশের সংবিধান নারীকে প্রজাতন্ত্রের সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের মূলধারায় নিয়ে আসার বিশেষ ব্যবস্থা রেখেছে। এ কথা উল্লেখ করে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্বের বিষয়ে সুপারিশে কমিশন বলেছে, ‘বিদ্যমান সংরক্ষিত নারী আসন পদ্ধতি পরিবর্তন করে পুরো পরিষদের এক-তৃতীয়াংশ ওয়ার্ড (একক অসন) ঘূর্ণায়মান পদ্ধতিতে সংরক্ষণ করে পুনর্গঠন করা যেতে পারে। প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিটি পরিষদে ও কাউন্সিলে মোট ওয়ার্ডের এক-তৃতীয়াংশ প্রতি নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত করা হবে। প্রস্তাবিত স্থানীয় সরকারের নতুন কাঠামো অনুযায়ী সংরক্ষিত আসনের নারী সদস্যরা পদাধিকার বলে চেয়ার ও মেয়র-কাউন্সিলের নির্বাহী পরিষদের এক-তৃতীয়াংশ সদস্যপদ লাভ করবেন।’

বর্তমানে পার্বত্য চট্টগ্রাম ছাড়া সারা দেশে স্থানীয় সরকারের পাঁচটি মৌলিক আইন রয়েছে। সেগুলো হলো ‘ইউনিয়ন পরিষদ আইন’, ‘উপজেলা পরিষদ আইন’, ‘জেলা পরিষদ আইন’, ‘পৌরসভা আইন’ ও ‘সিটি করপোরেশন আইন’। আইনগুলো ভিন্ন ভিন্ন হওয়ায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ কাঠামো অসামঞ্জস্যপূর্ণ। গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি প্রতিষ্ঠানকে তিনটি পৃথক আইনের বদলে একটি একক আইন ও নগর স্থানীয় সরকারের দুটি প্রতিষ্ঠান যথা পৌরসভা ও সিটি করপোরেশনকে আরেকটি একক আইনের অধীনে এনে কাঠামোগত সামঞ্জস্যতা বিধান করার প্রস্তাব করেছে সংস্কার কমিশন।

 

বিবিসি ইন্ডিয়াকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা

বিবিসি ইন্ডিয়াকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা

বিবিসি ইন্ডিয়াকে সাড়ে তিন কোটি টাকা জরিমান
নিউজ মেট্রো ডেস্ক :  বিদেশি লগ্নি সংক্রান্ত কারচুপির অভিযোগে বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির। আন্তর্জাতিক ওই সংস্থার ভারতীয় শাখাকে শুক্রবার প্রায় সাড়ে তিন কোটি টাকার জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, এই সংস্থার তিনজন ডিরেক্টরকেও ১.১৪ কোটি টাকার জরিমানা করেছে কেন্দ্রীয় সংস্থা। সবমিলিয়ে বিরাট চাপে সংস্থা।
২০২৩ সালের এপ্রিল মাস থেকে বিবিসির বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠে বিদেশি মুদ্রা লগ্নি সংক্রান্ত নীতি অমান্য করেছে সংস্থাটি। ২০১৯ সালে জারি করা নিয়ম অনুযায়ী, কোনও ডিজিটাল মিডিয়া সংস্থা সর্বোচ্চ ২৬ শতাংশ বিদেশি বিনিয়োগ করতে পারেন। তবে সেই নিয়ম অমান্য করে বিবিসি ইন্ডিয়া নিজেদের সংস্থায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ জারি রেখেছিল। যা সম্পূর্ণরূপে বেআইনি। এর প্রেক্ষিতেই এবার আন্তর্জাতিক এই সংস্থার ভারতীয় শাখার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ইডি।
শুক্রবার ইডির তরফে জানানো হয়েছে, “বিদেশি লগ্নি সংক্রান্ত নীতি অমান্য করার অপরাধে বিবিসি ইন্ডিয়াকে ৩,৪৪,৪৮,৮৫০ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ১৫ অক্টোবর থেকে ২০২১-এর পর থেকে কেন্দ্রের নির্দেশ না মানার অপরাধে প্রতিদিন ৫ হাজার টাকা করে অতিরিক্ত জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, এই সংস্থার তিনজন ডিরেক্টর জাইলস অ্যান্টনি হান্ট, ইন্দু শেখর সিনহা ও পল মাইকেল গিব্বন্সকে ব্যক্তিগতভাবে ১,১৪,৮২,৯৫০ টাকা জরিমানা করা হয়েছে।”
তবে ভারতের মাটিতে বিবিসির বিতর্ক নতুন কিছু নয়। ২০২৩ সালে বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া, দ্য মোদি কোশ্চেন’ গোটা দেশে সাড়া ফেলে দেয়। যেখানে গোধরাকাণ্ডে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এরপরই বিবিসি ইন্ডিয়ার দিল্লি ও মুম্বইয়ের অফিসে হানা দিয়েছিল আয়কর বিভাগ। প্রায় ৬০ ঘণ্টা তল্লাশি চালানো সংস্থার অফিসে। অভিযোগ ছিল, প্রায় ৪০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে সংস্থা। আয় হিসেবেই দেখানো হয়নি এমন নানা ক্ষেত্রে কর দেয়নি সংস্থা। প্রাপ্ত নথিতে এমনই নানা ধরনের অসঙ্গতি রয়েছে বলে দাবি করে আয়কর বভাগ। এমনকী এমনও দাবি করা হয়েছে, যে বিবিসির কর্মীরাও তদন্তে যথাযথ সহযোগিতা করেননি এবং তদন্তের গতি কমানোর চেষ্টা করেছেন। যদিও সংস্থার তরফে জানানো হয়, “আমরা আয়কর বিভাগের সঙ্গে সহযোগিতা করব। এবং আমাদের আশা দ্রুত বিষয়টির নিষ্পত্তি হবে।” সেই বিতর্কের মাঝেই এবার বিবিসি ইন্ডিয়াকে জরিমানা ইডির।

এলএনজি চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে

এলএনজি চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে

পরিবেশ ও জলবায়ুর ক্ষতিকারক আর্জেন্ট এলএলসি-এর সঙ্গে করা সাম্প্রতিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ সমাবেশ হয়েছে চট্টগ্রামে। বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, ক্লিন এবং বিডব্লিউজিইডি-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই শক্তিতে রূপান্তরের আহ্বান জানানো হয়।

সমাবেশে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, “আমাদের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে মুক্ত হতে হবে। এই এলএনজি চুক্তি শুধু কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা করবে, অথচ সাধারণ জনগণকে মূল্যবৃদ্ধির বোঝা বইতে হবে।” বিক্ষোভ শেষে, অংশগ্রহণকারীরা সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি নীতির প্রতি আরও দৃঢ় প্রতিশ্রুতি প্রদানের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব চকবাজার থানা সভাপতি আবদুল আলীম, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, সুফিয়া কামাল ফেলো ও নারী নেত্রী সায়মা হক, বিশিত নারী নেটওয়ার্কের সাধারন সম্পাদক জান্নতুল ফেরদৌস, এডাব চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ ফোরকান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের জ্বালানী নিরাপত্তা এমনিতেই বৈদশিক ও এলএনজি-নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে বিদ্যুতসহ সব ধরনের জ্বালানীর দাম বৃদ্ধি পাবে এবং যার চুড়ান্ত পরিনতি জনজীবনে অস্থিরতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়বে।

-প্রেস বিজ্ঞপ্তি

পদত্যাগ করতে পারেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস

পদত্যাগ করতে পারেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস

নিউজ মেট্রো ডেস্ক :
জটিল শারীরিক অবস্থার কারণে এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস পদত্যাগ করতে পারেন। পোপের ঘনিষ্ঠ কয়েকজন কার্ডিনাল এর বরাত দিয়ে লন্ডন ভিত্তিক রোমান ক্যাথলিক গণমাধ্যম এমন আভাস দিয়েছে।
৮৮ বছর বয়সি ধর্মগুরুকে শ্বাসনালির প্রদাহ ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমে অগস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়।
ক্যাথলিক হেরাল্ডের এক প্রতিবেদন মতে, ইতালীয় রেডিওতে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভ্যাটিকানের একজন জ্যেষ্ঠ কার্ডিনাল জিয়ানফ্রাঙ্কো রাভাসি। এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি পোপ পদত্যাগ করবেন কিনা তা নিয়ে আলোচনা করেন তিনি। কার্ডিনাল জিয়ানফ্রাঙ্কো রাভাসি বলেন, ‘আমি মনে করি তিনি পদত্যাগ করতে পারেন কারণ তিনি এমন একজন ব্যক্তি যিনি তার পছন্দগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বেশ আন্তরিক।’
গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভ্যাটিকান এক বিবৃততে জানায়, পোপ ফ্রান্সিসকে ‘জটিল শারীরিক অবস্থার’ কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে। যত দিন প্রয়োজন, তত দিন হাসপাতালে থাকবেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, পোপের শ্বাসনালিতে একাধিক জীবাণু সংক্রমণ (পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা প্রয়োজন। ভ্যাটিকান আরও জানায়, স্থিতিশীল অবস্থায় পোপের ‘নির্ধারিত চিকিৎসা চলছে’ আর তার শরীরে জ্বর নেই। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি সাংবাদিকদের বলেন, পোপ মানসিকভাবে সুস্থ আছেন। হাসপাতালে তিনি কিছু কাজ ও পড়াশোনা করছেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে তার তৈরি করা বক্তব্য পড়ার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন।
২০১৩ সালে আকস্মিকভাবেই পদত্যাগের ঘোষণা দেন পোপ ফ্রান্সিসের পূর্বসূরী পোপ ষোড়শ বেনেডিক্ট। যা ১২৯৪ সালের পর কোনো পোপের পদত্যাগের প্রথম কোনো ঘটনা। সেই সময়ে পোপ ষোড়শ বেনেডিক্ট স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করেছিলেন।

আবারও পুরোনো রূপে পরিণীতি চোপড়া

আবারও পুরোনো রূপে পরিণীতি চোপড়া

বিনোদন প্রতিবেদক :

কিছুদিন আগেই অমর সিং চামকিলা ছবিতে পরিণীতিকে দেখা গিয়েছিল ভিন্ন রূপে। অভিনেতা ইমতিয়াজ আলীর পরিচালনায় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে অভিনয়ের সময় অমর সিং চামকিলার স্ত্রীর ভূমিকায় হাজির হন পরিণীতি। সিনেমার চরিত্র অমরজোত কৌরের ভূমিকায় অভিনয় করতে ১৫ কেজি ওজন বাড়িয়ে ছিলেন তিনি। এবার তাকে দেখা গেল পুরনো রূপে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি শেয়ার করেছেন পরিণীতা। যেখানে দেখা গেছে, অতিরিক্ত ওজন কমিয়ে ফেলেছেন পরিণীতা। এমনকি আগের চেয়ে বেশি ফিট দেখাচ্ছে তাকে।

ছবিতে দেখা যায় পরিণীতি কালো অফ-দ্য-শোল্ডার স্কেটার ড্রেস পরেছেন যা কমনীয়তা এবং পুরানো-স্কুল হলিউড গ্ল্যামারের একটি নিখুঁত মিশ্রণ। এছাড়াও চোখে কালো চশমা ও সাদা রংয়ের নেকলেস এবং ব্রেসলেট পরেছেন। পোশাকের সঙ্গে ম্যাচ করে এক জোড়া কালো হিল পরেছেন। আর সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘টিফানি’স এ প্রাতঃরাশ?’

নির্দিষ্ট কোনো চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে সাধারণত বডি ট্রান্সফরম করতে দেখা যায় তারকা অভিনেতাদের। তবে সেই তালিকায় অভিনেত্রীদের বিশেষ করে নায়িকাদের খুব একটা দেখা যায় না। প্রচলিত সেই রীতিই যেন ভেঙে দিতে নেমেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।

 

ভারত-পাকিস্তান মহারণ : খুশদিল শাহ’র হুঁশিয়ারি

ভারত-পাকিস্তান মহারণ : খুশদিল শাহ’র হুঁশিয়ারি

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। শুধু দুবাই নয়, ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে দুই দেশেও। এখন থেকেই ম্যাচ নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে খুশদিল শাহ জানিয়েছেন, বিপক্ষ শক্তিশালী হলেও তাঁদের মোটেই হিসাবের বাইরে রাখা যাবে না।

নিউ জ়িল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হারার পর ভারতের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামছে পাকিস্তান। না জিততে পারলে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে পারে তারা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে থাকার পরিসংখ্যান কিছুটা স্বস্তিতে রাখছে পাকিস্তানকে।

মহারণ নিয়ে খুশদিল বলেছেন, “ভারত-পাকিস্তান খেলতে নামলে গোটা বিশ্ব দেখে। যে চাপ ভাল সামলাতে পারে সে-ই জেতে। আমরা একটা ম্যাচ হারলেও প্রতিযোগিতায় টিকে রয়েছি। ভারতকে হারালে পরের রাউন্ডে যেতেও পারি। তাই আমাদের হিসাবের বাইরে রাখবেন না।”

তবে খুশদিলের একটি মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। নিউ জ়িল্যান্ড ম্যাচের পরে খুশদিল বলেছিলেন, “আমি নিজেই জানি না কী ভাবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেলাম। গত দু’বছর ধরে নির্বাচকেরা আমার দিকে তাকায়নি। এ বার কোন যুক্তিতে আমাকে নেওয়া হল জানি না।”

সূত্র-আনন্দবাজার পত্রিকা