Home Blog Page 44

প্রচলিত এইচ এস কোডে ডালের শুল্কায়ন চায় চট্টগ্রাম চেম্বার

প্রচলিত এইচ এস কোডে ডালের শুল্কায়ন চায় চট্টগ্রাম চেম্বার

নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য হিসাবে ডালের বাজার স্থিতিশীল রাখতে আমদানিকৃত মটর ডালের শুল্কায়ন প্রচলিত এইচ এস কোডের আওতায় করার আহŸান জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মো. মাহবুবুল আলম। তিনি বলেছেন, এ ব্যাপারে দ্রæত ব্যবস্থা নেয়া না হলে শুল্কায়নের জটিলতায় চাটার্ড জাহাজ অতিরিক্ত অবস্থানের কারণে পোর্ট ডেমারেজ চার্জ, ব্যাংক ঋণসহ অন্যান্য চার্জ বৃদ্ধি পেয়ে আমদানিকৃত ডালের মূল্য বৃদ্ধি পাবে এবং স্বাভাবিক চাহিদা ও সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটবে। অধিকন্তু, সাধারণতঃ পবিত্র রমজান মাসে এই ডালের ব্যবহার বহুগুণ বৃদ্ধি পায় বিধায় আসন্ন রমজানে নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে বলে চেম্বার সভাপতি আশংকা প্রকাশ করেন।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম-এর কাছে এ চিঠি পাঠান চেম্বার সভাপতি।

চিঠিতে তিনি বলেন- বাংলাদেশে অনেক খাদ্যশস্য আমদানি করে ঘাটতি পূরণ করা হয় যার মধ্যে বিভিন্ন প্রকার ডাল অন্যতম। ধনী দরিদ্র নির্বিশেষে সকলের খাদ্য হিসেবে বিবেচিত এই ডাল বিগত ২০ থেকে ২৫ বৎসর যাবৎ ০৭.১৩.১০.৯০ এইচএস কোডে আমদানি এবং শুল্কায়ন হয়ে আসছে। হঠাৎ করে গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রাম কাস্টম হাউস ০৭.১৩.৯০.৯০ এই এইচএস কোডের আওতায় শুল্কায়ন করার জন্য নির্দেশনা দিচ্ছেন যা যথাযথ নয়, কেননা ০৭.১৩.৯০.৯০ এইচএস কোডের আওতায় শুল্ক হার ১০%। অপরদিকে ডাল জাতীয় পণ্যের উপর আমদানি পর্যায়ে কোন শুল্ক নেই। বিশেষতঃ গত জাতীয় বাজেটে মাননীয় অর্থমন্ত্রী অতীব প্রয়োজনীয় ভোগ্যপণ্য হিসেবে বরাবরের ন্যায় সকল প্রকার ডালকে শুল্কমুক্ত রাখেন যা তিনি তাঁর বক্তব্যে উপস্থাপন করেন।

চেম্বার সভাপতি বলেন, যদি ভুল ব্যাখ্যার কারণে এই এইচএস কোড অনুসরণ করে মটর ডালের শুল্কায়ন করা হয় তাতে একদিকে ডালের দাম বৃদ্ধি পাবে, অন্যদিকে এর সুরাহা না হলে শুল্কায়নের জটিলতায় চাটার্ড জাহাজ অতিরিক্ত অবস্থানের কারণে পোর্ট ডেমারেজ চার্জ, ব্যাংক ঋণসহ অন্যান্য চার্জ বৃদ্ধি পেয়ে আমদানিকৃত ডালের মূল্য বৃদ্ধি পাবে এবং স্বাভাবিক চাহিদা ও সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটবে। অধিকন্তু, সাধারণতঃ পবিত্র রমজান মাসে এই ডালের ব্যবহার বহুগুণ বৃদ্ধি পায় বিধায় আসন্ন রমজানে নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে বলে চেম্বার সভাপতি আশংকা প্রকাশ করেন।

প্রেস বিজ্ঞপ্তি

১০০ টাকার প্রাইজ বন্ডের ১০২তম ‘ড্র’ অনুষ্ঠিত

0
১০০ টাকার প্রাইজ বন্ডের ১০২তম ‘ড্র’ অনুষ্ঠিত

১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১০২তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এবার ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ীর নম্বর ০৫৮৬৩০০। তিন লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারের নম্বর ০৯৩২৮৮৭। এ ছাড়া এক লাখ টাকা করে দুটি তৃতীয় পুরস্কারের নম্বর ০৫৫৩৩৫৯ ও ০৫৭৫৬৫৯।

গতকাল রবিবার  ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. নুরুল আমিনের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলনকক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়।

একক সাধারণ পদ্ধতিতে এই ‘ড্র’ পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৬৩টি সিরিজ যথা-কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ এবং গট এই ‘ড্র’-এর আওতাভুক্ত। এসব সিরিজের অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়। সে অনুযায়ী মোট দুই হাজার ৮৯৮টি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

ড্রতে প্রতিটি ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের বিজয়ীর নম্বর ০১৪৬৩৩৭ ও ০৯৫২৬০৭। এ ছাড়া পঞ্চম পুরস্কার প্রতিটি ১০ হাজার টাকার বিজয়ী প্রতিটি সিরিজের ৪০টি নম্বর হলো : ০০০৪৪৩৩, ০১৯২০৫২, ০৪৬৫৭০৭, ০৬৮৩৭০১, ০৮৩৪৮১৫, ০০৪৬৯৪০, ০২১৭৭৭০, ০৪৮৫৯৯৩, ০৬৯২৯২২, ০৮৩৭২০১, ০০৮৬৪৭৬, ০২৪১৮১৫, ০৫৪৫০১৮, ০৭৩০৬৮৯, ০৮৫৮৭৩৮, ০০৯৭৮৫০, ০৩০২০৬৯, ০৫৫৪২৬৬, ০৭৭১৪৯৬, ০৮৮৬৬০৪, ০১১৫৪৮৯, ০৩৬৭০৮০, ০৫৬২৬১৩, ০৭৭৩৮০৮, ০৯০০৬৫০, ০১৫১০১২, ০৩৯২৯৩৫, ০৫৭৯৫৭৫, ০৭৭৪০৫৪, ০৯১১৬২৮, ০১৫৯২৪৩, ০৪০৪৪৪৬, ০৬০৯৭০২, ০৮২১৬৮১, ০৯৬১৪৩৮, ০১৯০১৪৯, ০৪২৭০২৮, ০৬২৭০৫২, ০৮৩৪৪৩০ এবং ০৯৭০৯৬০।

তথ্য বিবরণী

ঢাকা-দুবাই রুটে ইউএস বাংলার ফ্লাইট উদ্বোধন

ঢাকা-দুবাই রুটে ইউএস বাংলার ফ্লাইট উদ্বোধন

নিউজ মেট্রো প্রতিনিধি :

করোনা পরিস্থিতিতে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল ভবনে কেক কেটে এ ফ্লাইটের উদ্বোধন করেন।

১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে উদ্বোধনী ফ্লাইট পরিচালনা করা হয়। ফ্লাইটে যাত্রী সংখ্যা ছিল ১৪০ জন। প্রতি সোম, বৃহস্পতি, শুক্র ও রবিবার ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দুবাই এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১০টা দুবাই পৌঁছাবে। আবার দুবাই থেকে স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং পরদিন সকাল ৬টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে।

প্রতি মঙ্গলবার ঢাকা থেকে বিকেল ৫টা ৩০ মিনিটে দুবাই এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ৯টা দুবাই পৌঁছাবে। আবার দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং পরদিন ভোর ৫টায় ঢাকায় পৌঁছাবে। প্রতি বুধবার ঢাকা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিটে দুবাই এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে দুবাই পৌঁছাবে। আবার দুবাই থেকে স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং পরদিন ভোর ৩টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এছাড়া প্রতি শনিবার ঢাকা থেকে বিকেল ৫টায় দুবাই এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে দুবাই পৌঁছাবে। আবার দুবাই থেকে স্থানীয় সময় রাত ৯টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং পরদিন ভোর ৪টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ঢাকা-দুবাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ৫৪,৯৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ৭৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া দুবাই-ঢাকা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১,৬৭০ এইডি এবং রিটার্ন ভাড়া ২,৭৫৩ এইডি নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত। এ ছাড়া বিজনেস ক্লাসের জন্য ঢাকা-দুবাই রুটে ওয়ানওয়ে ৭৯,২০০ টাকা এবং রিটার্ন ভাড়া ১৫৩, ৫২৬। অপরদিকে দুবাই-ঢাকা রুটে বিজনেস ক্লাসের ওয়ানওয়ে ভাড়া ২,৬২০ এইডি এবং রিটার্ন ভাড়া ৪,৪৫৩ এইডি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য-অপারেশনস অ্যান্ড প্লানিং এয়ার কমোডর মো. খালিদ হোসাইন, সদস্য-ফ্লাইট স্টান্ডার্ড অ্যান্ড রেগুলেশন গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির, পরিচালক-হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস-বাংলা এয়ারলাইনস এর চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ।

মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ

মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ

নিউজ মেট্রো ডেস্ক :
নিকটতম ও বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসাবে বাংলাদেশ মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায়। মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ব্যবস্থা সমুন্নত রাখা হবে হলেও আশা করে বাংলাদেশ। মিয়ানমারের সামরিক বাহিনী আজ সকালে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে একজন জেনারেলকে নিয়োগ দেয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে গণতান্ত্রিক মূল্যবোধের অনুসারী ও জোরদার করার সমর্থক। ঢাকা নাইপিদো’র সাথে পারস্পরিক কল্যাণমূলক সম্পর্ক উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ এবং বাংলাদেশে আশ্রয় গ্রহনকারী জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি এসব প্রক্রিয়া সঠিক পথেই এগুবে।
মিয়ানমারের সামরিক বাহিনী গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নোবেল বিজয়ী অং সান সুকির সরকারের বিরুদ্ধে এক অভ্যুত্থানের মাধ্যমে আজ ক্ষমতা দখল করেছে। সুকিকে আজ সকালে মিয়ানমারের প্রেসিডেন্ট উয়িন মিন্ট ও সুকি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্টির অন্যান্য নেতৃবৃন্দের সাথে আটক করা হয়েছে।
কয়েকদিন ধরে বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা ও টানা-পোড়েনের পর নেতাদের আটক করা হলো। গত নভেম্বর মাসের নির্বাচনের পর থেকেই সেনা অভ্যুত্থানের আশঙ্কা করা হচ্ছিল।
মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ
নিউজ মেট্রো ডেস্ক :
নিকটতম ও বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসাবে বাংলাদেশ মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায়। মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ব্যবস্থা সমুন্নত রাখা হবে হলেও আশা করে বাংলাদেশ। মিয়ানমারের সামরিক বাহিনী আজ সকালে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে একজন জেনারেলকে নিয়োগ দেয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে গণতান্ত্রিক মূল্যবোধের অনুসারী ও জোরদার করার সমর্থক। ঢাকা নাইপিদো’র সাথে পারস্পরিক কল্যাণমূলক সম্পর্ক উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ এবং বাংলাদেশে আশ্রয় গ্রহনকারী জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি এসব প্রক্রিয়া সঠিক পথেই এগুবে।
মিয়ানমারের সামরিক বাহিনী গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নোবেল বিজয়ী অং সান সুকির সরকারের বিরুদ্ধে এক অভ্যুত্থানের মাধ্যমে আজ ক্ষমতা দখল করেছে। সুকিকে আজ সকালে মিয়ানমারের প্রেসিডেন্ট উয়িন মিন্ট ও সুকি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্টির অন্যান্য নেতৃবৃন্দের সাথে আটক করা হয়েছে।
কয়েকদিন ধরে বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা ও টানা-পোড়েনের পর নেতাদের আটক করা হলো। গত নভেম্বর মাসের নির্বাচনের পর থেকেই সেনা অভ্যুত্থানের আশঙ্কা করা হচ্ছিল।

চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

নিউজ মেট্রো প্রতিনিধি :
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল এম শাহজাহান। রোববার তিনি নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৪১তম চেয়ারম্যান হিসাবে রিয়ার এডমিরাল এম শাহজাহান দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে সর্বশেষ তিনি মংলা বন্দরের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।
বন্দর সূত্র জানায়, জন প্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালামকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তন ও মংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসাবে বদলীর প্রজ্ঞাপন জারি করা হয়।
রিয়ার এডমিরাল এম শাহজাহান ১৯৮৪ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৭ সালের ২৪ জুলাই কমিশনপ্রাপ্ত হন।
‘পোর্ট অফ শিপিং এবং শিপিংয়ে বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ’ বিষয়ক থিসিস নিয়ে গবেষণা করেন। তিনি দেশে এবং বিদেশে বেশ কয়েকটি পেশাদার কোর্স করেন ও বেশ কয়েকটি যুদ্ধজাহাজের কমান্ডর হিসাবে দায়িত্ব পালন করেন।
তিনি ইতিপূর্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন), জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে বøু- ইকোনমি সেলের সদস্য এবং কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

মিয়ানমারে সেনা অভ্যুত্থান: সু চি গ্রেফতার

মিয়ানমারে সেনা অভ্যুত্থান: সু চি গ্রেফতার

মিয়ানমারের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, সকালে অং সান সু চি এবং অন্য রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার পর তারা দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে

বিতর্কিত একটি নির্বাচন নিয়ে বেসামরিক সরকার ও সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়ার পর এই অভ্যুত্থান ঘটলো।

গ্রেফতারের পর মিলিটারি টিভি নিশ্চিত করে যে, দেশটিতে এক বছরের জরুরী অবস্থা জারি করা হয়েছে।

গত বছর নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।

সোমবার সামরিক বাহিনী জানায়, তারা ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং লাইংয়ের কাছে হস্তান্তর করছে।

মিয়ানমার বার্মা নামেও পরিচিত যা ২০১১ পর্যন্ত শাসন করেছে সামরিক বাহিনী। মিস সু চি অনেক বছর ধরে গৃহবন্দী ছিলেন।

সোমবার নব-নির্বাচিত সংসদের প্রথম বৈঠক হবার কথা ছিল, কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

রাজধানী নেপিডো এবং প্রধান শহর ইয়াঙ্গনের রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে।

প্রধান প্রধান শহরগুলোতে মোবাইল ইন্টারনেট এবং কিছে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি জানিয়েছে যে তারা কিছু কারিগরি সমস্যার মুখে পড়েছে এবং তাদের সম্প্রচার বন্ধ রয়েছে।

বিবিসির দক্ষিণ পূর্ব এশিয়া সংবাদদাতা জনাথান হেড জানিয়েছেন, যদিও গত সপ্তাহ সামরিক বাহিনী সংবিধান মেনে চলার অঙ্গীকারের কথা জানিয়েছে তার পরও এটাকে পুরো মাত্রায় সামরিক অভ্যুত্থান বলেই মনে হচ্ছে। এক দশকেরও বেশি সময় আগে সংবিধান তৈরি করা হয়েছিল।

বিবিসির সংবাদদাতা বলছেন, সংবিধান অনুযায়ী সামরিক বাহিনী উল্লেখযোগ্য ক্ষমতা রয়েছে যার মাধ্যমে জরুরী অবস্থা ঘোষণা করতে পারে তারা। কিন্তু মিস সু চির মতো রাজনৈতিক নেতাকে আটক করার ঘটনা উস্কানিমূলক এবং খুবই ঝুঁকিপূর্ণ। এমন পদক্ষেপ তীব্র বাঁধার মুখে পড়বে।

সৈন্যরা দেশের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় গিয়ে তাদের আটক করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।

এনএলডি মুখপাত্র মিও নয়েন্ট রয়টার্স সংবাদ সংস্থাকে জানায়, প্রেসিডেন্ট মিন্ট এবং অন্যান্য নেতাদের ভোরে আটক করা হয়।

”আমি জনগণকে বেপরোয়া কিছু না করার অনুরোধ করছি, আমি চাই তারা আইন মেনে চলবে,” মিও নয়েন্ট রয়টার্সকে বলেন।

গত ৮ই নভেম্বরের নির্বাচনে এনএলডি পার্টি ৮৩% আসন পায় যাকে মিস সু চির বেসামরিক সরকারের প্রতি সর্বসাধারণের অনুমোদন হিসেবেই দেখা হচ্ছে।

২০১১ সালে সামরিক শাসন শেষ হওয়ার পর এটি দ্বিতীয় বার নির্বাচন ছিল মাত্র।

তবে সামরিক বাহিনী নির্বাচনের ফলকে বাধাগ্রস্ত করেছে। তারা সুপ্রিম কোর্টে দেশটির প্রেসিডেন্ট এবং ইলেক্টোরাল কমিশনের প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

সম্প্রতি সামরিক বাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পর থেকে সামরিক অভ্যুত্থানের শঙ্কা দেখা দিয়েছিল। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

সূত্র : বিবিসি

চসিক নির্বাচন : ইসির বিরূদ্ধে মামলা করবেন শাহাদাত

চসিক নির্বাচন : ইসির বিরূদ্ধে মামলা করবেন শাহাদাত

নিউজ মেট্রো প্রতিনিধি :

সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে বির্তর্কিত, প্রশ্নবিদ্ধ এবং জাল জালিয়াতির মাধ্যমে ফলাফল পাল্টিয়ে ভোট লুটের মহৌৎসব আখ্যায়িত করে এ নির্বাচন বাতিল ও নতুন নির্বাচনের দাবি জােিনয়ছেন পরাজিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশ^াস দিয়ে ভোট ডাকাতির মাধ্যমে প্রতারণা, নির্বাচনী ফলাফলের ইভিএম এর প্রিন্ট কপি পরিবর্তে সাদা কাগজে ইচ্ছেমত ফলাফল লিখে অস্বাভাবিক ভোট দেখানোর অভিযোগে নির্বাচন কমিশনের বিরূদ্ধে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

দুপুরে নাসিমন ভবনস্থ চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, ইভিএমে অনুষ্ঠিত এ নির্বাচন বিকেল চারটায় হলেও রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন রাত পৌনে ২টায়। ঘোষিত ফলাফলে দেখা গেছে, এই নির্বাচনে মাত্র সাড়ে ২২ শতাংশ ভোট পড়েছে। প্রকৃতপক্ষে ভোট পড়েছে সাড়ে ৭শতাংশ। তিনি বলেন, ভোটের ফলাফল পেতে সেই সনাতন পদ্ধতির চেয়েও বেশি সময় কেন লাগল তা সকল সচেতন মানুষের কাছে এক বড় রহস্য। বর্তমান সরকারের ডিজিটাল ইভিএম পদ্ধতিতে একটি নগর ভোটের ফলাফল ঘোষণা করতে সময় লাগলো সেখানে ১০ঘণ্টা, কিন্ত কেন? সে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

তিনি বলেন, নির্বাচনের দিন আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখেছি বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৬ থেকে ৭ শতাংশ। কিন্ত ভোট দেখানো হয়েছে ২২.৫২%। আমার প্রশ্ন হল দুই ঘন্টার মধ্যে এতো ভোট কোত্থেকে এলো? এতে বুঝা যাচ্ছে প্রিসাইডিং অফিসারের ১৫% ভোট দানের ক্ষমতা নৌকার পক্ষে কাজে লাগিয়েছে।

ডা. শাহাদাত বলেন, চট্টগ্রাম ও ঢাকার সংবাদ পত্র ও অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সদ্য সমাপ্ত চসিক নির্বাচনে সংঘর্ষ, গুলি বিনিময় প্রাণহানির ঘটনা, ককটেল বিস্ফোরণসহ  পুরো নির্বাচনের যে খন্ডিত চিত্র উঠে এসেছে, সেই সব সংবাদের আলোকে আমরা নির্দ্বিধায় বলতে পারি কিছু দিন আগে ৪০জন বিশিষ্ট নাগরিক নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কমিশনের প্রতি যে অভিযোগের আঙুল তুলেছেন এবং বিচার দাবি করে রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র দিয়েছেন তার যৌক্তিতা বর্তমান নির্বাচন কমিশন আবারো নিজেরাই প্রমান করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর,  দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ, মো. মিয়া ভোলা, এস এম সাইফুল আলম প্রমুখ।

জীবন রাঙাতে হবে সাহিত্যের শিক্ষায় : অধ্যাপক সিকান্দার খান

জীবন রাঙাতে হবে সাহিত্যের শিক্ষায় : অধ্যাপক সিকান্দার খান

নিউজ মেট্রো ডেস্ক :

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে স্নাতকোত্তর খুব গুরুত্বপূর্ণ একটি পর্যায়। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের উন্নততর ও ব্যাপক গবেষণার জন্য প্রস্তুত করে তোলা হয় এ পর্যায়ে। মানবসভ্যতার অন্যতম সম্পদ ইংরেজি সাহিত্যে বুৎপত্তি লাভে মাস্টার্সের একাডেমিক অধ্যয়নের গুরুত্ব অনেক। শিক্ষার্থীদের তাই ইংরেজি সাহিত্যের গভীরতর বিশ্লেষণে পারদর্শী হয়ে উঠতে হবে। সাহিত্যের শিক্ষায় জীবন রাঙাতে হবে।
আজ রোববার ৪টায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স এর অধীনে এমএ ইন ইংলিশ প্রোগ্রামের ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন উপাচার্য।
এতে সভাপতির বক্তব্যে স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন মু. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, দেশে-বিদেশে সর্বত্রই ইংরেজিতে দক্ষ গ্র্যাজুয়েটদের কদর রয়েছে। বর্তমান শতাব্দীর বৈচিত্র্যময় শ্রমবাজারে প্রয়োজনীয় ইংরেজি ভাষাগত দক্ষতার উপর গুরুত্বারোপ করে সাজানো হয়েছে ইডিইউর এমএ ইন ইংলিশ প্রোগ্রামের সিলেবাস। অন্যদিকে সাহিত্যের নানা উপাদান ছাত্র-ছাত্রীদের ম‚ল্যবোধ ও বিশ্লেষণী ক্ষমতার বিকাশ ঘটায়। ফলে শিক্ষার্থীরা বহুমুখী দক্ষতায় দীক্ষিত হয়ে পেশায় ও চিত্তে বিকশিত হচ্ছে।
এমএ ইন ইংলিশ প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক মুহাম্মদ আখতারুজ্জামান এ প্রোগ্রামটির বিশেষত্ব ও গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মু. নাজিম উদ্দিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহ আহমদ রিপন ও প্রবাল দাশগুপ্ত।

১৩ মার্চ খুলছে ঢাবি হল

১৩ মার্চ খুলছে ঢাবি হল

নিউজ মেট্রো প্রতিনিধি:
প্রায় এক বছর পর খুলে দেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার সুবিধার জন্য আগামী ১৩ মার্চ থেকে হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। আজ রবিবার জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্স পরীক্ষার্থীদের পরীক্ষা দেয়ার প্রয়োজনে হল খোলার সিদ্ধান্ত হয়েছে। মার্চের শেষ সপ্তাহ থেকে পরীক্ষা শুরু করার জন্য সবাইকে সিদ্ধান্ত দেয়া হয়েছে বলেও জানান তিনি।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের ১৬ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে কয়েক দফায় সেই সময় বাড়ানো হয়।

সাড়ে চার লাখ ডোজ ভ্যাকসিন এসেছে চট্টগ্রামে

সাড়ে চার লাখ ডোজ ভ্যাকসিন এসেছে চট্টগ্রামে

নিউজ মেট্রো প্রতিনিধি :

সাড়ে চার লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন এসেছে চট্টগ্রাম। রোববার সকাল ৭টায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানে করে এসব ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে আসা হয়। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবিরকে সাথে নিয়ে জেলা সিভিল সার্জন ও ভ্যাকসিন গ্রহন কমিটির সভাপতি ডা. সেখ ফজলে রাব্বি ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মোট ৩৮ কার্টনে ৪ লাখ ৫৬ হাজার ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন এসেছে। প্রতি কার্টুনে রয়েছে ১২০০ ভায়াল কোভিড ভ্যাকসিন। প্রতি ভায়াল ১০জনকে প্রয়োগ করা হবে। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে ওয়াক-ইন-কুলারে ২ থেকে ৮ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় এসব ভ্যাকসিন সংরক্ষণ করা হবে।
জেলা সিভিল সার্জন ও ভ্যাকসিন গ্রহন কমিটির সভাপতি ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কোভিড-১৯ ভ্যাকসিন আমরা পেয়েছি। সরকারের নির্দেশনা মোতাবেক মহানগর এলাকায় সিটি করপোরেশন ও উপজেলা পর্যায়ে ইউএনও’র তত্ত্বাবধানে ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালিত হবে। রেজিস্ট্রেশনের হিসাব মতে চাহিদা অনুযায়ী ইপিআই স্টোর থেকে সিটি করপোরেশন ও উপজেলা পর্যায়ে ভ্যাকসিন সরবরাহ করা হবে। ১৮ বছরের উর্ধে যাদের বয়স তাদের ভ্যাকসিন প্রয়োগে নিজ নিজ উদ্যোগে অনলাইনে “সুরক্ষা ওয়েবসাইট”এ রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আশাকরি ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহ থেকে অগ্রধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হবে। পর্যায়ক্রমে সবাই এ ভ্যাকসিনের আওতায়
তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ স্বাস্থ্যসেবায় সরাসরি সম্পৃক্ত সকল স্বাস্থ্যকর্মী, সকল অনুমোদিত বেসরকারী ও প্রাইভেট স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, সম্মুখ সারির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক-বেসামরিক প্রতিরক্ষা বাহিনী, রাষ্ট্রপরিচালনায় অপরিহার্য কার্যালয় কর্মকর্তা-কর্মচারী, সম্মুখ সারির গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, ৭৭ বছর থেকে অধিক বয়স্ক জনগোষ্ঠী, জাতীয় দলের খেলোয়ার, বাফার, ইমার্জেন্সী ও আউটব্রেকারদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে এ ভ্যাকসিন (মাংসপেশীতে) প্রয়োগ করা হবে। তবে ১৮ বছরের নীচে বয়সী ও গর্ভবতী কোন মহিলা এ ভ্যাকসিন পাবেনা। যারা ইতোমধ্যে কোভিড আক্রান্ত হয়েছে তারা ১ মাস পর এ ভ্যাকসিন নিতে পারবে ।
সিভিল সার্জন আরো জানান, তালিকাভূক্ত জনগোষ্ঠীকে ৮ সপ্তাহ ব্যবধানে (১ম ডোজের ৮ সপ্তাহ পর ২য় ডোজ) ভ্যাকসিন প্রদান করা হবে। প্রবাসী অদক্ষ শ্রমিকদেরও এ ভ্যাকসিন প্রদান করা হবে।