Home Blog Page 48

ভারতে করোনার টিকা ১৬ জানুয়ারি থেকে

ভারতে করোনার টিকা ১৬ জানুয়ারি থেকে

নিউজ মেট্রো ডেস্ক :

ভারতে আগামী ১৬ জানুয়ারি থেকে করোনার টিকা দেয়া শুরু হচ্ছে। শনিবার  দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে। চিকিৎসক এবং স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত কর্মীরা প্রথমে টিকা পাবেন বলে ঘোষণায় বলা হয়েছে।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, প্রথম দফায় টিকা পাবেন ৩০ কোটি নাগরিক টিকা পাবেন বলে স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।  শুরুতে টিকা দেওয়া হবে শুধুই স্বাস্থ্যকর্মী এবং সামনে সারির করোনা–যোদ্ধাদের। সরকারের এই টিকাকরণ প্রকল্পের আওতায় টিকা দেওয়া হবে পঞ্চাশোর্ধ ব্যক্তিদের। এছাড়াও ঝুঁকিপূর্ণদেরও সরকারি প্রকল্পের আওতাতেই করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ক্র্যাবের নতুন সভাপতি মিজান সাধারণ সম্পাদক আরিফ

0
ক্র্যাবের নতুন সভাপতি মিজান  সাধারণ সম্পাদক আরিফ

নিউজ মেট্রো ডেস্ক :

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর কার্যনির্বাহী কমিটি২০২১ এর নির্বাচনে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার আলাউদ্দিন আরিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার ক্র্যাব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

]সভাপতি পদে দৈনিক যুগান্তরের মিজান মালিক পেয়েছেন ১৫৯ ভোট পেয়ে জয়লাভ করেন। একই পদে অপর প্রার্থী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১০৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন আরিফ ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসাদুজ্জামান বিকু পেয়েছেন ১০৯ ভোট।

সহসভাপতি পদে নিত্য গোপাল তুতু ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী মুহা. জাহাঙ্গীর আলম পেয়েছেন ১২০ ভোট।

যুগ্ম সম্পাদক পদে হাসানউজজামান ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ রানা ১০৫ ভোট। অর্থ সম্পাদক পদে মো. এমদাদুল হক খান ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হরলাল রায় সাগর পেয়েছেন ৯৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার আরিফ ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী দিপন দেওয়ান পেয়েছেন ৯৬ ভোট। প্রচার প্রকাশনা সম্পাদক পদে রুদ্র মিজান ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী খন্দকার হানিফ রাজা পেয়েছেন ৭২ ভোট। ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফ বাবলু ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী জাহাঙ্গীর হোসেন বাবু পেয়েছেন ৮৩ ভোট।

দপ্তর সম্পাদক পদে এস. এম. ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রশিক্ষণ তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান, আন্তর্জাতিক সম্পাদক পদে রুদ্র রাসেল এবং কল্যাণ সম্পাদক পদে নাহিদ তন্ময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য তিনটি পদে ১৫৯ ভোট পেয়ে প্রথম সদস্য হয়েছেন গোলাম সাত্তার রনি, ১৪৩ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য হয়েছেন এস. এম মিন্টু হোসেন এবং ১১২ ভোট পেয়ে কাজী জামশেদ নাজিম তৃতীয় সদস্য হয়েছেন।

‘গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাজিন

0
‘গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাজিন

নিউজ মেট্রো ডেস্ক :

প্রথম বাংলাদেশি হিসেবে এ বছর মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড’ পেয়েছেন সামাজিক উদ্যোক্তা তাজিন শাদিদ। বাংলাদেশভিত্তিক সামাজিক উদ্যোগ ‘স্পৃহা বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে সামাজিক উন্নয়ন খাতে অসামান্য অবদান এবং অঙ্গীকারের জন্য তাজিনকে এ বছর ‘গ্লোবাল হিরো’ পুরস্কার প্রদান করা হয়।

হিউম্যান সেন্টারড ডিজাইন প্র্যাকটিশনার হিসেবে প্রায় ২০ বছর ধরে কর্মরত তাজিন শাদিদ মাইক্রোসফ্ট সদর দফতরে সিনিয়র ডিজাইন স্ট্র্যাটেজিস্ট পদে ১০ বছর কাজ করেছেন। ২০১৫ সালে তিনি মাইক্রোসফ্ট থেকে বিদায় নিয়ে নিজ দেশে চলে আসেন এবং স্পৃহা বাংলাদেশের কাজে সার্বক্ষণিক নিযুক্ত হন। তিনি বর্তমানে ‘স্পৃহা বাংলাদেশ’ পরিচালনা করছেন, যা বাংলাদেশের নিম্নবিত্ত পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দিয়ে থাকেন। স্পৃহা স্বনির্ভর সামাজিক উদ্যোগও তৈরি করছে, যা উন্নততর মানবিক প্রয়োজন মেটাতে উল্লেখযোগ্য অবদান রাখে।

উদ্ভাবনের সংস্কৃতি দ্বারা অনুপ্রাণিত তাজিন সবার জন্য সীমাহীন সুযোগ লালনকারী বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কোভিড-১৯ মোকাবিলায় ‘আমার ল্যাব’, ‘নিওফার্মার্স’, ‘স্পাইডার ডিজিটাল’, ‘চলো সবাই’ ও ‘দ্রুত সেবা’সহ আরো বেশ কয়েকটি প্রযুক্তিভিত্তিক স্টার্টআপসের সহ-প্রতিষ্ঠাতা তাজিন। তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে আমরা ১০ লাখ লোকের জীবনে মৌলিক পরিবর্তন আনতে চাই।

২০১১ সালে এই পুরস্কারটি প্রবর্তন করে ‘গ্লোবাল ওয়াশিংটন’। এরপর থেকে প্রতিবছর উন্নয়নশীল দেশগুলোতে জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ওয়াশিংটন অঙ্গরাজ্যে বিশ্ব উন্নয়ন সম্প্রদায়ের মধ্যে থাকা ব্যক্তিদের এই আজীবন সম্মাননা দেওয়া হয়। এ বছর তাজিন শাদিদ পুরস্কার লাভ করেছেন। এর আগে নয় জন এই পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি বিল গেটস সিনিয়র; মাইক্রোসফ্ট-এর সাবেক সিনিয়র পরিচালক আখতার বাদশা, ঘানার অ্যাশেসি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্যাট্রিক আউয়াহ এবং দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রকল্পের প্রতিষ্ঠাতা বিল নিউকোম।

 

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

নিউজ মেট্রো রিপোর্ট :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ১০ জানুয়ারি। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন তিনি।

দিবসটি পালন উপলক্ষে সারাদেশে আওয়ামী লীগ ও দলের বিভিন্ন সহযোগী সংগঠনসহ বিভিন্ন দল ও সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন এবং আলোচনা সভা।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেছেন।
স্বাধীনতার ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। এর পরপরই জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাঁকে গ্রেফতার করে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয়। ১৯৭২ সালের ৭ জানুয়ারি ভোর রাতে তিনি পাকিস্তানের কারাগার থেকে ছাড়া পান। এদিন বঙ্গবন্ধু ও ড. কামাল হোসেনকে বিমানে তুলে দেয়া হয়। সকাল সাড়ে ৬টায় তাঁরা পৌঁছান লন্ডনের হিথরো বিমানবন্দরে। সেখান থেকে ৯ জানুয়ারি ব্রিটেনের বিমান বাহিনীর একটি বিমানে করে দেশের পথে যাত্রা করেন তিনি। ১০ জানুয়ারি সকালে তিনি দিল্লীতে নামেন। এদিন বেলা ১টা ৪১ মিনিটে তিনি ঢাকা এসে পৌঁছেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।
ঢাকা প্রত্যাবর্তনের পর এদিন লাখ লাখ মানুষ ঢাকা বিমান বন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাঁকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানান। বিকাল পাঁচটায় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন।

সেই ভাষণে তিনি বলেছিলেন, ‘যে মাটিকে আমি এত ভালবাসি, যে মানুষকে আমি এত ভালবাসি, যে জাতিকে আমি এত ভালবাসি, আমি জানতাম না সে বাংলায় আমি যেতে পারবো কিনা। আজ আমি বাংলায় ফিরে এসেছি বাংলার ভাইয়েদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে। বাংলা আমার স্বাধীন, বাংলাদেশ আজ স্বাধীন।

তিনি বলেছিলেন, ‘আজ থেকে আমার অনুরোধ, আজ থেকে আমার আদেশ, আজ থেকে আমার হুকুম ভাই হিসেবে, নেতা হিসেবে নয় প্রধানমন্ত্রী হিসেবে নয় প্রেসিডেন্ট হিসেবে নয়। আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই। এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মানুষ পেট ভরে ভাত না পায়, এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়, এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের যুবক যারা আছে তারা চাকরি না পায়। মুক্তিবাহিনী, ছাত্র সমাজ তোমাদের মোবারকবাদ জানাই তোমরা গেরিলা হয়েছো, তোমরা রক্ত দিয়েছো, রক্ত বৃথা যাবে না, রক্ত বৃথা যায় নাই।

 

 

আঁধার ভেঙে আলোর বুননে ‘বোধনের চৌত্রিশ’

আঁধার ভেঙে আলোর বুননে ‘বোধনের চৌত্রিশ’

পূর্ণ করলো বোধন আবৃত্তি পরিষদ। ১৯৮৭ সালের ৯ জানুয়ারি স্বৈরাচারবিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখন রাজপথে লড়াকু কয়েকজন আবৃত্তিকর্মীর উদ্যোগে জন্ম হয়েছিল বোধনের। ৩৪ বছরের দীর্ঘ এই পথচলায় বোধন আবৃত্তি চর্চায় এনেছে বৈচিত্র্য, পরিবর্তন এনেছে আবৃত্তির গুণগত মানে এবং সাংগঠনিক চর্চায় যুক্ত করেছে নতুন নতুন মাত্রা।

শনিবার বিকালে বোধনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থিয়েটার ইনিস্টিটিউট এর গ্যালারি হলে ‘বোধনের চৌত্রিশ’ শিরোনামে কথা- কবিতা- গান এর আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে নতুন-পুরাতন সদস্যদের উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও নানা রকম ডিসপ্লে- তে উৎসবের আমেজ তৈরি হয় টিআইসি প্রাঙ্গণ। অপর্ণা চৌধুরী, বাবলী কারণ ও অনন্যা পালের সমবেত গানে আয়োজন শুরু হয়। এরপর প্রারম্ভিক কথামালায় অংশ নেন কবি জিন্নাহ চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বোধনের সহ সভাপতি সুবর্ণা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী।

 পরে সংগীত পরিবেশন করেন কান্তা দে, রিষু তালুকদার, শোভন, কেকা দৃষ্টি শর্মা, পূর্ণা দাশ, সঞ্জয় পাল, অর্পণা চৌধুরী, বাবলি কারণ, অনন্যা পাল। বাঁশি ও তবলায় রাগ পরিবেশন করেন শোভন ও প্রিয়ম চক্রবর্ত্তী। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বোধনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সর্বস্তরের মানুষকে ‘আঁধার ভেঙে আলোর বুনন’ এ সম্পৃক্ত করে বোধন এগিয়ে যেতে চায় সূর্যোদয়ের দিকে- এমনই প্রত্যাশা সবার।

প্রেস বিজ্ঞপ্তি

আবাহনীর ৫ ফুটবলার করোনা আক্রান্ত

আবাহনীর ৫ ফুটবলার করোনা আক্রান্ত

নিউজ মেট্রো ডেস্ক :

দেশের অন্যতম সেরা ফুটবল দল আবাহনী লিমিটেড এর ৫ফুটবলারসহ ৭জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ফুটবলাররা হলেন, রুবেল মিয়া, ফয়সাল আহমেদ, দীপক রায়, মোহাম্মদ হৃদয় আল আমিন হাসান। ছাড়া ক্লাবের সহকারী কোচ জাকারিয়া বাবু বলবয় মোহাম্মদ ইমন করোনা পজিটিভ হয়েছেন।

আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ফেডারেশন কাপের ফাইনালে উঠলে কোভিড টেস্টের রিপোর্ট বাফুফেতে জমা দিতে হতো। জন্যই টেস্ট করানো হয়েছে সবাইকে। এরপরই দেখলাম ফুটবলারসহ সাতজন করোনায় আক্রান্ত।

আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানালেন রুপু। তবে আক্রান্তদের মধ্যে কারো উপসর্গ নেই। ফুটবলার আক্রান্ত হলেও লিগের প্রথম ম্যাচে দল গড়তে সমস্যা হবে না বলেই জানিয়েছেন আবাহনীর ম্যানেজার।

ফেডারেশন কাপ ফুটবল শেষে আবাহনী লিমিটেড এখন প্রিমিয়ার ফুটবল লিগের জন্য প্রস্তুতি নিচ্ছে। ১৩ জানুয়ারি শুরু হবে লিগ।

গত জানুয়ারি ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংসের কাছে গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় আবাহনী।

৬২ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ

৬২ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ

নিউজ মেট্রো ডেস্ক :

বাষট্টি জন যাত্রী নিয়ে জাকার্তা বিমান বন্দর থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয়েছে ইন্দোনেশিয়ার একটি বিমান।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শ্রীভিজায়া এয়ারের বোয়িং ৭৩৭-৫০০ বিমানটি ইন্দোনিশয়ার রাজধানী জাকার্তা বিমান বন্দর ত্যাগের পরই রাডার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে কর্মকর্তারা জানাচ্ছেন।

 তারা বলছেন, বিমানটি ভারতীয় সময় বেলা আড়াইটার সময় পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এসময় বিমানটিতে ৫৬জন যাত্রী ও ৬জন ক্রূ ছিল।

এদিকে বিবিসি জানায়, সোশাল মিডিয়ায় কিছু ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছে যেগুলো দেখে নিখোঁজ ঐ বিমানের ধ্বংসাবশেষ বলে মনে হচ্ছে। রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী, বিমানটি ২৭ বছর পুরোনো একটি বোয়িং ৭৩৭-৫০০।

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরেডারটুয়েনটিফোরডটকম জানাচ্ছে, বিমানটির উচ্চতা এক মিনিটের মধ্যে ৩,০০০ মিটার (১০,০০০ ফুট) পড়ে গিয়েছিল।

শ্রীভিজায়া এয়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, তারা এখনো ফ্লাইট এসজে ১৮২ সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। বলেন, সেটির বিষয়ে কোনো বিবৃতি দেওয়ার সময় এখনো আসেনি। এখনও বিমানের তথ্য সংগ্রহের কাজ চলছে।

পতেঙ্গা সমুদ্র সৈকতকে আরো দৃষ্টিনন্দন করে গড়ে তুলবো: ডা. শাহাদাত

পতেঙ্গা সমুদ্র সৈকতকে আরো দৃষ্টিনন্দন করে গড়ে তুলবো: ডা. শাহাদাত

নিউজ মেট্রো প্রতিনিধি :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলে পতেঙ্গা সমুদ্র সৈকতকে পর্যটকদের জন্য আরো দৃষ্টিনন্দন ও আধুনিক করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। শনিবার বিকালে ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে গণসংযোগকালে বিভিন্ন পথসভায় তিনি একথা বলেন।  তিনি বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে থাইল্যান্ডের পাতায়া বিচ আয়তনে অনেক ছোট। কিন্তু তারা সেখানে ফাইভ স্টার হোটেলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে। সে তুলনায় পতেঙ্গায় তেমন অবকাঠামো গড়ে ওঠেনি। ডা. শাহাদাত বলেন, বন্দর হচ্ছে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই বন্দর চট্টগ্রামে হলেও এর আশেপাশের এলাকার যাদের ভূমি অধিগ্রহণ করে বন্দর গড়ে ওঠেছে ঐসব এলাকার মানুষ বন্দরে চাকুরী পায়না। বর্তমানে চট্টগ্রাম বন্দরে প্রায় দুই হাজার পদ খালি রয়েছে। এতে অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রামের বন্দর এলাকার মানুষকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা নিতে হবে।

তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে লালদিয়ার চর, নিজাম মার্কেট, ফুলছড়ি পাড়া, নাজিরপাড়া, চড়িহালদা, মাইজপাড়া হয়ে চৌধুরী পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এসময় মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক সহ সভাপতি জামাল আহমেদ, আহবায়ক কমিটির সদস্য কাউন্সিলর প্রার্থী আবুল হাসেম, গাজী মোহাম্মদ সিরাজ উল্লা, বিএনপি নেতা সাবেক কমিশনার মো. ইসমাইল, মাহমুদ আলম পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

গণসংযোগের আগে মেয়র প্রার্থী ডা. শাহাদাত নগরী হালিশহর বি বøক এলাকায় সাধারন মানুষের মাঝে করোনার সুরক্ষা সামগ্রী ও মাস্ক বিতরন করেন। পরে তিনি ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল হাশেমের বাসভবনের সামনে এক মতবিনিময় সভায় মিলিত হন।

নগরবাসীর হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখা হবে : রেজাউল

নগরবাসীর হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখা হবে : রেজাউল

নিউজ মেট্রো প্রতিনিধি :

মেয়র নির্বাচিত হলে নগরবাসী হোল্ডিং ট্যাক্স সহনীয়  পর্যায়ে রাখার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী। একই সঙ্গে ২২  মহল্লার কবরস্থানের সার্বিক উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তিনি। নির্বাচনী প্রচারনার দ্বিতীয় দিনে শনিবার বিকেল তিনটায় তিনি স্টেশন রোডস্থ কার্যালয়ে বাইশ মহল্লা সর্দার কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এলাকার শান্তি, শৃংখলা বজায় রাখতে ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সামাজিক ব্যবস্থা ধরে রাখতে বাইশ মহল্লা সর্দার কমিটি যুগ যুগ ধরে অনবদ্য অবদান রেখে চলেছেন। চট্টগ্রামের সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনে বাইশ মহল্লা কমিটির সর্দারদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়র নির্বাচিত হয়ে আমি সমাজের বয়ঃজৈষ্টদের পরামর্শ এবং বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দসহ সরকারী, বেসরকারী, উন্নয়ন ও সেবা সংস্থার সাথে সমম্বয়ের মাধ্যমে চট্টগ্রামকে পরিবেশ বান্ধব, ব্যবসা অনুকুল, নারী বান্ধব, শিশুর বিকাশ উপযোগী, সুস্থ যুব স¤প্রদায় সম্পন্ন, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্ণীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, পর্যটন বান্ধব, প্রযুক্তি নির্ভর আধুনিক, স্মার্ট মেগা সিটি হিসেবে গড়তে চাই।

বাইশ মহল্লা সর্দার কমিটির সভাপতি মো. ইউসুফ সর্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মকসুদ আহমদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, শফি জাহেদ হোসেন, আলী আব্বাস সালাউদ্দিন ইবনে চৌধুরী, নুরল হক, শওকত আলী, শফিকুল হাসান, মোহায়দুল আলম চৌধুরী, মো. ইউনুচ, মো. নাছির প্রমূখ।

এর আগে দুপুরে মিউনিসিপ্যাল স্কুল মাঠে মহানগর জাতীয় শ্রমিক লীগ ও বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সহ সভাপতি শফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর।

পি কে হালদারের বিরূদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

পি কে হালদারের বিরূদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

নিউজ মেট্রো ডেস্ক :

এনআরবি গ্লোবাল ব্যাংক রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। বাংলাদেশের পুলিশের অনুরোধে আজ শনিবার নোটিশ জারি হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহেল রানা বলেন, বাংলাদেশ পুলিশের এনসিবি ইন্টারপোল শাখা পি কে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছিল। সেই আবেদনে তার সম্ভাব্য লোকেশন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যে মামলা এবং যেসব অভিযোগ রয়েছে, সেগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে।

তিনি জানান, আবেদনটি ইন্টারপোলের একটি বিশেষ কমিটি পর্যালোচনা করে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। ইন্টারপোলের এই রেড নোটিশ আগামী পাঁচ বছরের জন্য জারি থাকবে। ইন্টারপোল সারা বিশ্বে তাদের শাখা অফিসে নোটিশটি প্রেরণ করেছে।

রিলায়েন্স ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় আত্মীয়স্বজনের নামে ৩৯টি প্রতিষ্ঠান গড়ে তোলেন পিকে হালদার। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ব্যাংক লিজিং কোম্পানী থেকে সাড়ে হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে হালদার তার সহযোগীদের বিরূদ্ধে। এসব অর্থ নিয়ে তিনি পাড়ি জমান কানাডায়। গত অক্টোবর মাসে দেশে ফিরতে চান তিনি। কিন্তু দেয় দেশে ফিরলে যেন তাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করার নির্দেশ দেন হাইকোর্ট। পরে তিনি আর দেশে ফেরেননি।

প্রসঙ্গত, পিকে হালদারের বিরূদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর  স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। গত জানুয়ারি পি কে হালদারের মা লীলাবতী হালদারসহ ২৫ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।