Home অপরাধ পিকে হালদারের বিরূদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন ইন্টারপোলে

পিকে হালদারের বিরূদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন ইন্টারপোলে

0
পিকে হালদারের বিরূদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন ইন্টারপোলে

নিউজ মেট্রো প্রতিনিধি

কানাডায় অবস্থানরত এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমারের (পিকে হালদার) বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন পাঠানো হয়েছে ইন্টারপোল সদর দপ্তরে। আইজিপি অফিস থেকে এ আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ। আজ সকালে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

রিলায়েন্স ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় আত্মীয়-স্বজনের নামে ৩৯টি প্রতিষ্ঠান গড়ে তোলেন পিকে হালদার। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও লিজিং কোম্পানী থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে হালদার ও তার সহযোগীদের বিরূদ্ধে। এসব অর্থ নিয়ে তিনি পাড়ি জমান কানাডায়। গত অক্টোবর মাসে দেশে ফিরতে চান তিনি। কিন্তু দেয় দেশে ফিরলে যেন তাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করার নির্দেশ দেন হাইকোর্ট। পরে তিনি আর দেশে ফেরেননি।

প্রসঙ্গত, পিকে হালদারের বিরূদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর  স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here