Home গণমাধ্যম করোনা মোকাবেলায় ভালো অবস্থানে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

করোনা মোকাবেলায় ভালো অবস্থানে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

0
করোনা মোকাবেলায় ভালো অবস্থানে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

নিউজমেট্রো প্রতিনিধি :

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ব্লুর্মবার্গের রিপোর্ট অনুযায়ী, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উপমহাদেশে বাংলাদেশ সব থেকে ভালো অবস্থায় রয়েছে। সক্ষমতার দিক থেকে বাংলাদেশের অবস্থান সবার উপরে এবং বিশ্বে আমাদের অবস্থান ২০তম।

শুক্রবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে করোনার ভ্যাকসিন পাবে বলে ভারতের স্বাস্থ্যসচিব নিশ্চিত করেছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতও এ বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন। তাই করোনার ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কা নেই। ভ্যাকসিন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা নিয়ে সেরাম ইনস্টিটিউট বিবৃতি দিয়েছে এবং গণমাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছে।

এর আগে শুক্রবার দুপুরে তথ্যমন্ত্রী রংপুর বিটিভি উপকেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, রংপুরে বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র খুব দ্রুত সময়ের মধ্যে বিভাগীয় কেন্দ্রে পরিণত করা হবে। যার ফলে রংপুর বিভাগ থেকেও বিটিভির অনুষ্ঠান সম্প্রচার করা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here