Home অপরাধ পি কে হালদারের বিরূদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

পি কে হালদারের বিরূদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

0
পি কে হালদারের বিরূদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

নিউজ মেট্রো ডেস্ক :

এনআরবি গ্লোবাল ব্যাংক রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। বাংলাদেশের পুলিশের অনুরোধে আজ শনিবার নোটিশ জারি হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহেল রানা বলেন, বাংলাদেশ পুলিশের এনসিবি ইন্টারপোল শাখা পি কে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছিল। সেই আবেদনে তার সম্ভাব্য লোকেশন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যে মামলা এবং যেসব অভিযোগ রয়েছে, সেগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে।

তিনি জানান, আবেদনটি ইন্টারপোলের একটি বিশেষ কমিটি পর্যালোচনা করে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। ইন্টারপোলের এই রেড নোটিশ আগামী পাঁচ বছরের জন্য জারি থাকবে। ইন্টারপোল সারা বিশ্বে তাদের শাখা অফিসে নোটিশটি প্রেরণ করেছে।

রিলায়েন্স ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় আত্মীয়স্বজনের নামে ৩৯টি প্রতিষ্ঠান গড়ে তোলেন পিকে হালদার। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ব্যাংক লিজিং কোম্পানী থেকে সাড়ে হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে হালদার তার সহযোগীদের বিরূদ্ধে। এসব অর্থ নিয়ে তিনি পাড়ি জমান কানাডায়। গত অক্টোবর মাসে দেশে ফিরতে চান তিনি। কিন্তু দেয় দেশে ফিরলে যেন তাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করার নির্দেশ দেন হাইকোর্ট। পরে তিনি আর দেশে ফেরেননি।

প্রসঙ্গত, পিকে হালদারের বিরূদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর  স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। গত জানুয়ারি পি কে হালদারের মা লীলাবতী হালদারসহ ২৫ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here