Home গণমাধ্যম সাংবাদিকরা ওপিনিয়ন বিল্ডার : আইজিপি

সাংবাদিকরা ওপিনিয়ন বিল্ডার : আইজিপি

0
সাংবাদিকরা ওপিনিয়ন বিল্ডার : আইজিপি

নিউজমেট্রো প্রতিনিধি :

পুলিশের আইজিপি বেনজীর আহমেদ সাংবাদিকদের ‘ওপিনিয়ন বিল্ডার’ আখ্যায়িত করে বলেছেন, সাংবাদিকরা ওপিনিয়ন বিল্ড করেন এবং এতে সমাজের গতিপ্রকৃতি অনেক সময় পরিবর্তন হয়ে যায়। যেহেতু আপনারা ওপিনিয়ন বিল্ডার, মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের হৃদয়ে প্রবেশ করতে পারেন, আপনাদের কলমের শক্তি সম্পর্কে পুরোপুরি সচেতন থাকবেন এটাই আমরা প্রত্যাশা করি।

শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি বলেন, পুলিশে নিষ্ঠুরতা আমরা চাইনা। আমরা নিষ্ঠুরতার জন্য পত্র পত্রিকায় পুলিশের খবর ছাপা হোক তাও আমরা চাইনা। পুলিশের কাছে অসংখ্য আইনগত ক্ষমতা রয়েছে। যেখানে আইনগত ক্ষমতা রয়েছে সেখানে কেন পেশী শক্তি ব্যবহার করতে হবে? পুলিশকে মাথা ও বিবেকের শক্তি, আইনের শক্তি প্রয়োগ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, আমাদের পুলিশ বাহিনীতে যদি কেউ খারাপ কাজ করেন, অন্যায় করেন, তার  জন্য ডিসিপ্লিনের ক্ষেত্রে চরম নিষ্ঠুরতা দেখানো হয়। আবার যদি ন্যায় ও ন্যায্য সংক্রান্ত সাহায্য প্রয়োজন হয়, তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করি।

আইজিপি বলেন, পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের ডোপ টেস্ট করা হচ্ছে। আমরা আমাদের ঘর পরিচ্ছন্ন করতে চাই। আবার কেউ মাদক সেবন করেননা কিন্তু মাদকের সঙ্গে জড়িত, এমন পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদেরও চাকরিচ্যুত করা হচ্ছে। এক্ষেত্রেও আমরা শূন্য সহিষ্ণুতা বাস্তবায়ন করতে চাই।

এসময় অন্যান্যের মধ্যে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ক্র্যাবের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here