Home জাতীয় ৯ তথ্য হালনাগাদ না থাকলে জমা হবেনা শিক্ষকদের বেতন

৯ তথ্য হালনাগাদ না থাকলে জমা হবেনা শিক্ষকদের বেতন

0
৯ তথ্য হালনাগাদ না থাকলে জমা হবেনা শিক্ষকদের বেতন

নিউজমেট্রো ডেস্ক :

নয় ধরণের তথ্য হালনাগাদ না থাকলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাওশি) আওতাধীন এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার অর্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে জমা হবেনা। এসব তথ্য সঠিকভাবে সংগ্রহ করে প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক কর্মচারীগণকে নির্দেশনা দেয়া হয়েছে। শুক্রবার মাওশি’র ওয়েবসাইটে দেয়া এক অফিস আদেশে একথা বলা হয়েছে।

এতে যেসব তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে, তা হলো-
) শিক্ষককর্মচারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর।
) এসএসসি সমমানের সনদ অনুযায়ী শিক্ষককর্মচারীর নাম (এসএসসি সমমানের সনদ অনুযায়ী এমপিওশিট, জাতীয় পরিচয়পত্রের নাম একই রকম হতে হবে)
) যাদের এসএসসি সমমানের সনদ নেই, তাদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ (এমপিওশিট জাতীয় পরিচয়পত্রের নাম একই রকম থাকতে হবে)
) ব্যাংক হিসাবের নাম শিক্ষককর্মচারীর নিজ নামে থাকতে হবে।
) ব্যাংকের নাম, শাখার নাম রাউটিং নম্বর।
) শিক্ষককর্মচারীর ব্যাংক হিসাব নম্বর (অনলাইন ব্যাংক হিসাব নম্বর ১৩ থেকে ১৭ ডিজিট)
) শিক্ষককর্মচারীর জন্ম তারিখ।
) শিক্ষককর্মচারীর বেতন কোড বেতন কোডের ধাপ।
) শিক্ষককর্মচারীর মোবাইল নম্বর।

মাউশির অফিস আদেশে জানানো হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল কলেজ) শিক্ষককর্মচারীর এমপিওএর অর্থ জিটুপি (গভর্মেন্ট টু পারসন) পদ্ধতিতে ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে পাঠানো হবে। ইতোমধ্যে অনলাইনে এমপিও সিস্টেমে প্রয়োজনীয় আপগ্রেডেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here