Home বন্দর নগরী আঁধার ভেঙে আলোর বুননে ‘বোধনের চৌত্রিশ’

আঁধার ভেঙে আলোর বুননে ‘বোধনের চৌত্রিশ’

0
আঁধার ভেঙে আলোর বুননে ‘বোধনের চৌত্রিশ’

পূর্ণ করলো বোধন আবৃত্তি পরিষদ। ১৯৮৭ সালের ৯ জানুয়ারি স্বৈরাচারবিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখন রাজপথে লড়াকু কয়েকজন আবৃত্তিকর্মীর উদ্যোগে জন্ম হয়েছিল বোধনের। ৩৪ বছরের দীর্ঘ এই পথচলায় বোধন আবৃত্তি চর্চায় এনেছে বৈচিত্র্য, পরিবর্তন এনেছে আবৃত্তির গুণগত মানে এবং সাংগঠনিক চর্চায় যুক্ত করেছে নতুন নতুন মাত্রা।

শনিবার বিকালে বোধনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থিয়েটার ইনিস্টিটিউট এর গ্যালারি হলে ‘বোধনের চৌত্রিশ’ শিরোনামে কথা- কবিতা- গান এর আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে নতুন-পুরাতন সদস্যদের উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও নানা রকম ডিসপ্লে- তে উৎসবের আমেজ তৈরি হয় টিআইসি প্রাঙ্গণ। অপর্ণা চৌধুরী, বাবলী কারণ ও অনন্যা পালের সমবেত গানে আয়োজন শুরু হয়। এরপর প্রারম্ভিক কথামালায় অংশ নেন কবি জিন্নাহ চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বোধনের সহ সভাপতি সুবর্ণা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী।

 পরে সংগীত পরিবেশন করেন কান্তা দে, রিষু তালুকদার, শোভন, কেকা দৃষ্টি শর্মা, পূর্ণা দাশ, সঞ্জয় পাল, অর্পণা চৌধুরী, বাবলি কারণ, অনন্যা পাল। বাঁশি ও তবলায় রাগ পরিবেশন করেন শোভন ও প্রিয়ম চক্রবর্ত্তী। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বোধনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সর্বস্তরের মানুষকে ‘আঁধার ভেঙে আলোর বুনন’ এ সম্পৃক্ত করে বোধন এগিয়ে যেতে চায় সূর্যোদয়ের দিকে- এমনই প্রত্যাশা সবার।

প্রেস বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here