
নিউজ মেট্রো ডেস্ক :
দেশের অন্যতম সেরা ফুটবল দল আবাহনী লিমিটেড এর ৫ফুটবলারসহ ৭জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ফুটবলাররা হলেন, রুবেল মিয়া, ফয়সাল আহমেদ, দীপক রায়, মোহাম্মদ হৃদয় ও আল আমিন হাসান। এ ছাড়া ক্লাবের সহকারী কোচ জাকারিয়া বাবু ও বলবয় মোহাম্মদ ইমন করোনা পজিটিভ হয়েছেন।
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ফেডারেশন কাপের ফাইনালে উঠলে কোভিড টেস্টের রিপোর্ট বাফুফেতে জমা দিতে হতো। এ জন্যই টেস্ট করানো হয়েছে সবাইকে। এরপরই দেখলাম ফুটবলারসহ সাতজন করোনায় আক্রান্ত।’
আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানালেন রুপু। তবে আক্রান্তদের মধ্যে কারো উপসর্গ নেই। ৫ ফুটবলার আক্রান্ত হলেও লিগের প্রথম ম্যাচে দল গড়তে সমস্যা হবে না বলেই জানিয়েছেন আবাহনীর ম্যানেজার।
ফেডারেশন কাপ ফুটবল শেষে আবাহনী লিমিটেড এখন প্রিমিয়ার ফুটবল লিগের জন্য প্রস্তুতি নিচ্ছে। ১৩ জানুয়ারি শুরু হবে লিগ।
গত ৭ জানুয়ারি ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংসের কাছে ৩–১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় আবাহনী।