Home বিশ্বজুড়ে ৬২ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ

৬২ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ

0
৬২ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ

নিউজ মেট্রো ডেস্ক :

বাষট্টি জন যাত্রী নিয়ে জাকার্তা বিমান বন্দর থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয়েছে ইন্দোনেশিয়ার একটি বিমান।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শ্রীভিজায়া এয়ারের বোয়িং ৭৩৭-৫০০ বিমানটি ইন্দোনিশয়ার রাজধানী জাকার্তা বিমান বন্দর ত্যাগের পরই রাডার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে কর্মকর্তারা জানাচ্ছেন।

 তারা বলছেন, বিমানটি ভারতীয় সময় বেলা আড়াইটার সময় পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এসময় বিমানটিতে ৫৬জন যাত্রী ও ৬জন ক্রূ ছিল।

এদিকে বিবিসি জানায়, সোশাল মিডিয়ায় কিছু ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছে যেগুলো দেখে নিখোঁজ ঐ বিমানের ধ্বংসাবশেষ বলে মনে হচ্ছে। রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী, বিমানটি ২৭ বছর পুরোনো একটি বোয়িং ৭৩৭-৫০০।

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরেডারটুয়েনটিফোরডটকম জানাচ্ছে, বিমানটির উচ্চতা এক মিনিটের মধ্যে ৩,০০০ মিটার (১০,০০০ ফুট) পড়ে গিয়েছিল।

শ্রীভিজায়া এয়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, তারা এখনো ফ্লাইট এসজে ১৮২ সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। বলেন, সেটির বিষয়ে কোনো বিবৃতি দেওয়ার সময় এখনো আসেনি। এখনও বিমানের তথ্য সংগ্রহের কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here