Home বন্দর নগরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতা বহিস্কার

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতা বহিস্কার

0
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতা বহিস্কার

নিউজ মেট্রো প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের কারণে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলী আব্বাসসহ তিন নেতাকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত অপর দু’জন হলেন-দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আলী ও লিয়াকত আলী।দলীয় বিশৃংখলা সৃষ্টির জন্য সদস্য মুজিবুর রহমানকে সতর্ক করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান তিন নেতাকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে নিউজ মেট্রোকে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় ওই তিনজনকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করায় আরেকজনকে সতর্ক করা হয়েছে।

জানা যায়,  চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব কর্তৃক স্বাক্ষরিত জেলার বিভিন্ন উপজেলা ও পৌর কমিটি প্রত্যাখ্যান করে গত  ৫ জানুয়ারি  চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন উপজেলা ও পৌরসভার পাল্টা কমিটির ঘোষণা দেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলী আব্বাসসহ কয়েকজন নেতা। এ ঘটনায় গত ৬ জানুয়ারি পাল্টা কমিটি গঠন, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং সিনিয়র নেতৃবৃন্দের সম্পর্কে কুৎসা রটনার অভিযোগ এনে আলী আব্বাস, শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও লিয়াকত আলীকে কেন্দ্র থেকে শো-কজ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here