Home বন্দর নগরী নির্বাচনে খুনি ও আগুণ সন্ত্রাসীদের সমুচিত জবাব দিন : রেজাউল

নির্বাচনে খুনি ও আগুণ সন্ত্রাসীদের সমুচিত জবাব দিন : রেজাউল

0
নির্বাচনে খুনি ও আগুণ সন্ত্রাসীদের সমুচিত জবাব দিন : রেজাউল

নিউজ মেট্রো ডেস্ক :
আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে খুনি, বোমাবাজ ও আগুণ সন্ত্রাসীদের সমুচিত জবাব দেয়ার জন্য নগরবাসীর প্রতি আহŸান জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, বিএনপি নেতারা লুটপাটের অর্থ নিয়ে বিদেশে বসে দেশীয় দোসরদের দিয়ে আন্দোলনের কথা বলে। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারা, দেশের সম্পদ বিনষ্ট করা এ দেশের মানুষ আর সহ্য করবেনা।
রবিবার বিকেলে নগরীর উত্তর কাট্টলী, উত্তর পাহাড়তলী ও সরাইপাড়া ওয়ার্ডে গণসংযোগকালে বিভিন্ন পথসভায় এসব কথা বলেন তিনি।
এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, মাহফুজুল হায়দার রোটন, ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, নুরুল আবছার মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
পথসভায় রেজাউল করিম চৌধুরী বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে বীর চট্টলার মানুষ সর্বাগ্রে রুখে দাঁড়িয়েছে। মেয়র নির্বাচিত হয়ে আমি একটি সা¤প্রদায়িকতা মুক্ত, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, পরিবেশ বান্ধব, পর্যটক বান্ধব, বাণিজ্য অনুকুল, স্বাস্থ্যকর, নান্দনিক ও স্মার্ট চট্টগ্রাম সিটি গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here