Home প্রেস রিলিজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিইউজে-প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিইউজে-প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

0
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিইউজে-প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাব। ১০ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় প্রেস ক্লাব চত্বরে স্থাপিত ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সেখানে প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ।
প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি স ম ইব্রাহিম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি নাসির উদ্দিন তোতা, সিইউজে যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, সিনিয়র সাংবাদিক দেবপ্রসাদ দাস দেবু, শিশির বড়ুয়া, জালাল উদ্দিন আহমদ চৌধুরী, আবুল হাসনাত, মিয়া মোহাম্মদ আরিফ, রাজেশ চক্রবর্তী, মো. এনামুল হক প্রমুখ।

আলোচনায় চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত-স্বাধীন বাংলাদেশে ফিরে আসার মাধ্যমে বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন ছিল ‘‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা”। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বিধ্বস্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রশ্নে বাঙালি জাতি যখন কঠিন এক বাস্তবতার মুখোমুখি তখন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিউজ মেট্রো ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here