
নিউজ মেট্রো ডেস্ক :
করোনার টিকা নিয়েছেনন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ। বাকিংহাম প্রাসাদ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রাসাদের বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, ৯৪ বছর বয়সী রানী ও ৯৯ বছর বয়সী তাঁর স্বামী দু’জনই শনিবার উইল্ডসর প্রসাদে রাজ পরিবারের একজন চিকিৎসকের কাছে করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
লকডাউনের পর থেকে রানী এলজাবেথ ও স্বামী ফিলিপ উইল্ডসর প্রসাদেই অবস্থান করছেন। মহামারি করোনা থেকে বাঁচতে যুক্তরাজ্যে এরই মধ্যে দশ লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন।
করোনা মহামারি থেকে নিজেদের রক্ষায় ইতিমধ্যে ব্রিটেনে ১০ লাখের বেশি লোক টিকা গ্রহণ করেছে। সম্প্রতি নতুন ধরনের করোনা ভাইরাসে সেখানে ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় বিভিন্ন জায়গায় লক ডাউন ঘোষণা করা হয়েছে।