Home গণমাধ্যম সাংবাদিক নওশের আলী খানের সহধর্মিনীর ইন্তেকাল

সাংবাদিক নওশের আলী খানের সহধর্মিনীর ইন্তেকাল

0
সাংবাদিক নওশের আলী খানের সহধর্মিনীর ইন্তেকাল

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক পূর্বকোণের প্রধান প্রতিবেদক নওশের আলী খানের স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা শায়লা চৌধুরী সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
সোমবার বাদ জোহর বায়েজিদের শেরশাহ ঈদগাহ মাঠে শায়লা চৌধুরীর প্রথম নামাজে জানাজা ও বাদ মাগরিব রাউজানের গহিরা মোবারেকখীল গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, শিক্ষিকা শায়লা চৌধুরী দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে দীর্ঘ দুইমাস কলকাতা টাটা মেডিকেল সেন্টারে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসা নেওয়ার পর শায়লা চৌধুরীকে বাংলাদেশে এনে নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার মারা যান তিনি। এদিকে শায়লা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আল ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী পৃথক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রেস বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here