
নিউজ মেট্রো প্রতিনিধি :
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনর দেড় সপ্তাহ আগে রদবদল করা হলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৫ ওসি পদে। সোমবার সন্ধ্যায় এ রদবদল করা হয়। নির্বাচন কমিশনের চিঠির আলোকে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভির এ বদলির আদেশ দেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আদেশে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিনকে ডবলমুরিং থানার ওসি, বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিনকে কোতোয়ালী থানার ওসি, , চকবাজার থানার ওসি মুহাম্মদ রুহল আমীনকে বাকলিয়া থানার ওসি, চাঁন্দগাও থানার ওসি আতাউর রহমান খোন্দকারকে চকবাজার থানার ওসি, ডিবি-উত্তরের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে চাঁন্দগাও থানার ওসি পদে বদলি করা হয়েছে। ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশকে পুলিশ কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পাঁচ থানার ওসি রদবদলের বিষয়টি নিউজ মেট্রোকে নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার উপ-কমিশনার (সদর) আমির জাফর