
নিউজ মেট্রো প্রতিনিধি:
প্রায় এক বছর পর খুলে দেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার সুবিধার জন্য আগামী ১৩ মার্চ থেকে হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। আজ রবিবার জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্স পরীক্ষার্থীদের পরীক্ষা দেয়ার প্রয়োজনে হল খোলার সিদ্ধান্ত হয়েছে। মার্চের শেষ সপ্তাহ থেকে পরীক্ষা শুরু করার জন্য সবাইকে সিদ্ধান্ত দেয়া হয়েছে বলেও জানান তিনি।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের ১৬ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে কয়েক দফায় সেই সময় বাড়ানো হয়।