
নিউজ মেট্রো প্রতিনিধি :
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল এম শাহজাহান। রোববার তিনি নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৪১তম চেয়ারম্যান হিসাবে রিয়ার এডমিরাল এম শাহজাহান দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে সর্বশেষ তিনি মংলা বন্দরের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।
বন্দর সূত্র জানায়, জন প্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালামকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তন ও মংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসাবে বদলীর প্রজ্ঞাপন জারি করা হয়।
রিয়ার এডমিরাল এম শাহজাহান ১৯৮৪ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৭ সালের ২৪ জুলাই কমিশনপ্রাপ্ত হন।
‘পোর্ট অফ শিপিং এবং শিপিংয়ে বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ’ বিষয়ক থিসিস নিয়ে গবেষণা করেন। তিনি দেশে এবং বিদেশে বেশ কয়েকটি পেশাদার কোর্স করেন ও বেশ কয়েকটি যুদ্ধজাহাজের কমান্ডর হিসাবে দায়িত্ব পালন করেন।
তিনি ইতিপূর্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন), জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে বøু- ইকোনমি সেলের সদস্য এবং কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।