Home করোনা আপডেট চব্বিশ ঘন্টায় দেশে করোনায় ৭ জনের মৃত্যু

চব্বিশ ঘন্টায় দেশে করোনায় ৭ জনের মৃত্যু

0
চব্বিশ ঘন্টায় দেশে করোনায় ৭ জনের মৃত্যু

নিউজ মেট্রো ডেস্ক :

দেশে করোনায় মৃত্যুর হার ক্রমশ কমছে। শুক্রবার দুপুরে পূর্ববর্তী ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৭ জন মারা যাবার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগের দিন একই সময়ে ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল সরকারি ওই দপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার দুপুরে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ১৮২ জন। নতুন করে ৪৩৫ জন শনাক্তসহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৫০৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়।   ১৮ মার্চ মারা যান প্রথম করোনা রোগী। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। তবে কয়েক ধাপ বাড়ানোর পর ৩০ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিল। সেই ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here