Home প্রেস রিলিজ উচ্চ শিক্ষায় আগ্রহীদের ভিড় ইডিইউতে

উচ্চ শিক্ষায় আগ্রহীদের ভিড় ইডিইউতে

0
উচ্চ শিক্ষায় আগ্রহীদের ভিড় ইডিইউতে
নিউজ মেট্রো ডেস্ক :
উচ্চশিক্ষা পর্যায়ে প্রবেশের দ্বারপ্রান্ত হলো এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো। করোনার থাবায় দীর্ঘদিন এ পরীক্ষা স্থগিত থাকার পর সম্প্রতি ফল প্রকাশের পর থেকেই পরীক্ষার্থীরা যেন আর কালবিলম্ব করতে চাইছেন না। চট্টগ্রামে বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহীরা ভিড় করছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ)। স্প্রিং ২০২১ সেমিস্টারে ভর্তির শেষ মুহূর্তে ভর্তিচ্ছুদের এ আগ্রহে কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন ইডিইউর অ্যাডমিশন বিভাগের কর্মীরা। আগামী ১০ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
শিক্ষায় কাঙ্খিত মানের পাশাপাশি চলমান সেমিস্টার থেকে ক্যাম্পাসে সীমিত পরিসরে ক্লাস করার সুযোগ এবং এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত বৃত্তির ঘোষণা দেয়ায় ভর্তিচ্ছুদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেছেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এখনো অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত করলেও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে বেøন্ডেড লার্নিং তথা ক্যাম্পাস ও অনলাইনে একইসাথে ক্লাস নিচ্ছে। এক্ষেত্রে ক্লাসরুমগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম সংযুক্ত করে দুই মাধ্যমে যুগপৎ ক্লাসের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ক্লাসেই পালাক্রমে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে। ফলে, দীর্ঘদিন টানা অনলাইন ক্লাসের একঘেয়েমি থেকে মুক্তি পাচ্ছে শিক্ষার্থীরা একইসাথে ক্যাম্পাসের আনন্দও উপভোগ করতে পারছে।
এছাড়া এইচএসসিতে প্রাপ্ত পয়েন্টের উপর ভিত্তি করে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করছি আমরা। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সর্বোচ্চ বৃত্তির জন্য বিবেচনা করছি আমরা, তিনি আরো উল্লেখ করেন।
আগ্রহী শিক্ষার্থীরা ভর্তি হতে পারছে ১০টি বিষয়ে। স্নাতক পর্যায়ে বিবিএ, বিএ ইন ইংলিশ, বিএ ইন ইকনোমিক্স, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইলেক্ট্রিকাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং; স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, মাস্টার্স ইন ইংলিশ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি/মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম।
ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে ইডিইউর ওয়েবসাইট www.eastdelta.edu.bd বা অফিসিয়াল ফেসবুক পেইজে ভিজিট করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন করুন ০১৩১১-১০৪৫৩১, ০১৩১১-১০৪৫৩২, ০১৩১১-১০৪৫৩৪, ০১৩১১-১০৪৫৩৭ নম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here