মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছেন ৯২৫৬ জন সুন্দরী।পর্যায়ক্রমে অডিসনের মাধ্যমে বাছাই এবং গ্রুমিং শেষে আগামী মার্চ মাসে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে । আগামী মে মাসে যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সের মূল আয়োজনে অংশ নেবেন বাংলাদেশ পর্বের বিজয়ী।
‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’– এই শ্লোগান নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০। করোনা মহামারির কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় পরিবর্তন করে ২০২১ সালে নেওয়া হয়ে।
এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয় গত ১৩ জানুয়ারি হতে ৪ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে মোট ৯২৫৬ জন প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নিবন্ধন করেন।
শনিবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম। তিনি জানান, নিবন্ধনের জন্য প্রথমে ১০০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হলেও সামগ্রিক করোনা পরিস্থিতি বিবেচনা করে নিবন্ধন ফি তুলে নেওয়া হয়। ফলে নিবন্ধন ফি ছাড়াই আবেদন করেন প্রতিযোগীরা। প্রথম পর্যায়ে যারা পূর্ব নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন করেছিলেন তাদের ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফেরত দেওয়া হয়।
‘২০১৯’ সালে প্রথমবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার চুড়ান্ত বিজয়ী হন শিরিন আক্তার শিলা।
পরবর্তীতে তিনি দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
মিস ইউনিভার্স বাংলাদেশের ওয়েবসাইট ww.missuniverse.com.bd এবং অফিসিয়াল ফেসবুক পেইজ www.facebook.com/MUBangladesh এ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।