Home অর্থনীতি বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে দুবাইয়ে ‘রোড শো’

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে দুবাইয়ে ‘রোড শো’

0
বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে দুবাইয়ে ‘রোড শো’

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপন করতে সংযুক্ত আরব আমিরাতে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক চারদিনব্যাপী এক রোডশোর আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বুধবার রোড শো’র উদ্বোধন করেন।

এসময় ভূমিমন্ত্রী বলেন, পুঁজিবাজারে গতিশীলতা আনতে প্রকৃত উদ্যোক্তাদের ‘গ্রিনফিল্ড প্রকল্প’ গ্রহণে উৎসাহ দিয়ে পুঁজিবাজারে আসার আহ্বান জানাতে হবে। এতে পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীগণের আস্থা বৃদ্ধি পাবে ও সার্বিকভাবে ‘উইন-উইন সিচুয়েশন’ তৈরি হবে।

তিনি বলেন, যথাযথ গবেষণা ও শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ পুঁজিবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কনসালটেন্সি সার্ভিস প্রদান প্রবাসীদের জন্য বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করবে বলে তিনি মত প্রকাশ করেন। এসময় সাইফুজ্জামান চৌধুরী পুঁজিবাজারের ঝুঁকিপূর্ণ প্রকৃতির বিষয়ে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতাও তুলে ধরেন। তিনি বিএসইসি-এর বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন এবং বর্তমান কমিশনকে তাঁদের বিভিন্ন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

গতকাল রোডশো-এর প্রথমদিন প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে আবেদন সৃষ্টির লক্ষ্যে পৃথক দুটি পর্বে ‘বাংলাদেশের পুঁজিবাজার’ শীর্ষক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ রোডশো-এর দ্বিতীয় ও কাল তৃতীয়দিন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য যথাক্রমে ‘সুকুক (ইসলামি বন্ড): বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ’ ও ‘বাংলাদেশে বেসরকারি ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রাইভেট ইক্যুইটি খাতে বিনিয়োগের সুযোগ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলন হবে।

  নিউজ মেট্রো ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here