চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ১৪ পদে আওয়ামী লীগ সমর্থিত ও সভাপতিসহ ৫ পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয় লাভ করেছেন। বুধবার রাত সাড়ে ১১টায় এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে ১হাজার ৮৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. এনামুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত এম এ হাশেম পেয়েছেন ১হাজার ৫৪৯ ভোট।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্রার্থীরা সেক্রেটারি, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক এবং সাতটি সদস্য পদসহ মোট ১৪ টি পদে জয় লাভ করেছেন। অন্যদিকে মিলে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, তথ্য প্রযুক্তি সম্পাদক ও তিনটি সদস্য পদে জয়লাভ করেছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে ঐক্য সৈয়দ আনোয়ার হোসেন (বিএনপি), সহ-সভাপতি পদে আলী আশরাফ চৌধুরী (আ. লীগ), সহ-সাধারণ সম্পাদক পদে মো. আবদুল্লাহ আল মামুন (আ. লীগ), অর্থ সম্পাদক পদে এসএম অহিদুল্লাহ (আ.লীগ), লাইব্রেরি সম্পাদক পদে মো. নজরুল ইসলাম (আ.লীগ), সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক মো. মনজুরুল আজম চৌধুরী (আ.লীগ), তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মাহমুদ উল আলম চৌধুরী মারুফ (বিএনপি)।
সদস্য পদে জয় লাভ করেছেন- ফাতেমা নারগিস হেনা (আ.লীগ), এসএম আরমান মহিউদ্দিন (আ.লীগ), আবু নাসের রায়ান (আ.লীগ), সাহেদা বেগম (আ.লীগ), কাইরুন্নেসা (আ.লীগ), জোহরা সুলতানা মুনিয়া (আ.লীগ), মমিনুর রহমান (আ.লীগ),মারুফ মো. নাজেবুল আলম (বিএনপি), নুর কামাল (বিএনপি) ও মো. সরওয়ার হোসাইন লাভলু (বিএনপি)।
বুধবার অনুষ্ঠিত এ নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৫ হাজার ৪০০ জন ভোটার ভোট দেন।