যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসআইডি) মিয়ানমার থেকে সোয়া চার কোটি ডলারের সহায়তা প্রত্যাহার করে নিয়েছে।সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে এ সহায়তা প্রত্যাহার করে নেয়া হয় বলে শুক্রবার সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ওই অর্থ মিয়ানমার সরকারের কাজে লাগত। কিন্তু অভ্যুত্থানের পর দেশটিতে কর্মসূচি পুনর্মূল্যায়ন করে এই সহযোগিতা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
দ্বিপক্ষীয় কর্মসূচির আওতায় মিয়ানমারের জনগণের জন্য প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলারের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে মার্কিন সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি সকালে এক সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় সদ্য নির্বাচিত এনএলডি সরকার। দেশটির সেনাবাহিনী ওই দিন এনএলডি প্রধান অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন্ট মিন্টসহ বেশ কিছু রাজনৈতিক নেতাকে গ্রেফতার করে। এরপর এক বছরের জন্য জরুরী অবস্থা ঘোষণা করে দেশটির দায়িত্বভার নেয় সেনাবাহিনী।