Home বন্দর নগরী লেগেছে বসন্তের রঙ

লেগেছে বসন্তের রঙ

0
লেগেছে বসন্তের রঙ
নিউজ মেট্রো প্রতিনিধি :
ফাল্গুনের প্রথম দিনে বন্দর নগরী চট্টগ্রামসহ দেশজুড়ে লেগেছে বসন্তের রঙ। ভালবাসা দিবসের মনের রঙের সঙ্গে বাসন্তী রঙ মিলেমিশে একাকার হয়ে গেছে দিনটিতে। আকর্ষণীয় বিনোদন স্পটগুলো আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে দিনটি।
বসন্ত উৎসবকে ঘিরে চট্টগ্রামের শীর্ষ স্থানীয় সাংস্কৃতিক সংগঠন প্রমা, বোধনসহ বিভিন্ন সংগঠন আজ রবিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা আয়োজন করে। এরমধ্যে ছিল-চিরায়ত বাংলার গান, নাচ, আবৃত্তি, কথামালাসহ নানা আয়োজন।
প্রমা: নগরীর সিআরবির শিরীষতলা প্রাঙ্গণের রলওয়ে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় প্রমা আবৃত্তি সংগঠনের দিনব্যাপী আয়োজন। সকালে অনুষ্ঠান শুরু হয় আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের উদ্বোধনী আবৃত্তির মধ্য দিয়ে। এরপর একে একে ভালোলিনিস্ট চিটাগংয়ের বেহালা বাদন, প্রমা অবন্তীর ওড়িশি অ্যান্ড টেগোর ডেন্স মুভমেন্টের নৃত্যুশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা, রোজী বিশ্বাস ও ফুলকি বড়ুয়ার একক গান এবং প্রমা’র শিল্পীদের বৃন্দ আবৃত্তি অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে।
বিকেলে প্রমা আয়োজিত বসন্ত উৎসবে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। পরবর্তীতে গান, নাচ, আবৃত্তি পরিবেশিত হয়।
বোধন :  নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে- শিরোনামে নগরীর থিয়েটার ইন্সটিটিউটে ও পাহাড়তলী আমবাগান রেলওয়ে জাদুঘর সংলগ্ন শেখ রাসেল পার্কে ঋতুরাজ বসন্তকে বরণ করতে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজন করে নানা অনুষ্ঠানমালা। এর মধ্যে সকাল ৮টায় বোধন আবৃত্তি পরিষদ টিআইসিতে বসন্ত আবাহন, আবৃত্তি, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্য, শোভাযাত্রা, পিঠাপুলি উৎসব।
বোধন উৎসবের শুরুতেই সকালে ভায়োলিনিষ্ট চট্টগ্রামের পরিবেশনায় যন্ত্রসংগীত ও দলীয় সংগীত পরিবেশন করে সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ বাংলাদেশ, অভ্যুদয় সঙ্গীত অঙ্গন, গীতধ্বনি ও উদীচী শিল্পী গোষ্ঠী, দলীয় নৃত্য পরিবেশন করে ওডিসী অ্যান্ড টাগুর ড্যান্স মুভমেন্ট সেন্টার, নৃত্যম একাডেমি, রুমঝুম নৃত্যকলা একাডেমি, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, নৃত্য নিকেতন, অদিতি সঙ্গীত নিকেতন, সুরাঙ্গন বিদ্যাপীঠ, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, ঘুঙুর নৃত্যকলা একাডেমি। এরপর বিকেলে পরিবেশিত হয় মনোমুগ্ধকর একক ও দ্বৈত সংগীত, একক আবৃত্তি, ঢোলবাদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here