Home গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন সরাতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

আল জাজিরার প্রতিবেদন সরাতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

0
আল জাজিরার প্রতিবেদন সরাতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ
নিউজ মেট্রো প্রতিনিধি :
‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শিরোনামে বাংলাদেশ নিয়ে সম্প্রতি আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনটি অনলাইন প্ল্যাটফরম থেকে সরানোর ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে‍ুবুধবার এই আদেশ দেয়া হয়।
গত ১ ফেব্রুয়ারি রাতে কাতারভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায়  বাংলাদেশ ও সেনাবাহিনী প্রধান নিয়ে এ প্রতিবেদন প্রচারিত হয়।
এ প্রতিবেদনকে বিদ্বেষমূলক ও মানহানিকর উল্লেখ করে দেশে আলজাজিরার সম্প্রচার ও ওয়েবসাইট বন্ধের নির্দেশনা চেয়ে গত ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির হাইকোর্টে একটি রিট করেন। রিটের গ্রহণযোগ্যতাসহ কয়েকটি বিষয়ে মতামত দিতে অ্যামিকাস কিউরি হিসেবে আদালত ছয় আইনজীবীর নাম ঘোষণা করেন।
এদের মধ্যে পাঁচ এমিকাস কিউরি আলজাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটটি গ্রহণযোগ্য নয় বলে সোমবার হাইকোর্টের একই বেঞ্চে মত দেন পাঁচ অ্যামিকাস কিউরি। এরা হলেন- এ জে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, কামাল উল আলম, প্রবীর নিয়োগী ও শাহদীন মালিক। অপর অ্যামিকাস কিউরি আবদুল মতিন খসরু আদালত ওই তথ্যচিত্র অপসারণের নির্দেশনা দিতে পারেন বলে মত দেন।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রিটেরে শুনানিতে বলেন, রিট আবেদনকারীর মামলা করার অধিকার আছে। একই সঙ্গে দেশের সীমানায় কনটেন্ট আটকানোর কর্তৃত্ব বিটিআরসির রয়েছে বলে অভিমত দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here