Home অপরাধ ড. ইউনূসকে হাইকোর্টে তলব

ড. ইউনূসকে হাইকোর্টে তলব

0
ড. ইউনূসকে হাইকোর্টে তলব

নিউজ মেট্রো প্রতিনিধি :

গ্রামীণ টেলিকমের ছাঁটািইকৃত কর্মীদের পূণঃনিয়োগের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন না করায় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৬ মার্চ আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন আদালত।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেয়া ডেপুটি এটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী সাংবাদিকদের জানান, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সঙ্গে আলোচনা না করেই গ্রামীণ টেলিকমের  ৯৯ জন কর্মীকে ছাঁটাই করা হয়। ইউনিয়নের আবেদন আমলে নিয়ে আদালত ছাঁটাইকৃত কর্মীদের পুনঃনিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপরও তাদের নিয়োগ না দেওয়ায় শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামারুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে ড. ইউনূসের বিরুদ্ধে এ আদেশ দেন আদালত। আবেদনকারীর পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইউসুফ আলী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here