Home জাতীয় আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন অধ্যাপক রফিক, মথুরা ও ইসমাইলভ

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন অধ্যাপক রফিক, মথুরা ও ইসমাইলভ

0
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন অধ্যাপক রফিক, মথুরা ও ইসমাইলভ
অধ্যাপক রফিকুল ইসলাম, মথুরা বিকাশ ত্রিপুরা ও ইসমাইলভ গুলম মিরজায়েভিচ
নিউজ মেট্রো ডেস্ক :
মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার-প্রসারে অবদানের স্বীকৃতি হিসাবে  ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ পাচ্ছেন তিনজন বিশিষ্ট ব্যক্তি। এরা হলেন- জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, খাগড়াছড়ির জাবারাং সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা ও উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ। একই সঙ্গে লাতিন আমেরিকার আদি ভাষাগুলো নিয়ে কাজ করা বলিভিয়ার অনলাইন উদ্যোগ অ্যাক্টিভিজমো লেংকুয়াস পাচ্ছেন এই পদক । রোববার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান করবেন।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এদের মধ্যে,  জাতীয় পর্যায়ে মাতৃভাষার সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে অবদানের জন্য ২০২১ সালে জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এ পুরস্কার পাচ্ছেন।আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে অবদানের জন্য খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা পাচ্ছেন আন্তর্জাতিক মাতৃভাষা পদক। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এবং লাতিন আমেরিকার আদি ভাষাগুলো নিয়ে কাজ করা বলিভিয়ার অনলাইন উদ্যোগ অ্যাক্টিভিজমো লেংকুয়াস এ বছর বাংলাদেশ সরকারের এ সম্মাননা পাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here