
দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল বিডিনিউজটুয়েন্টিফোরডটকম এর পুরোনো প্রতিবেদন মুছে ফেলার জন্য বিশেষ মহলের অনৈতিক চাপ প্রয়োগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন সিইউজে নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদে কোন ধরণের ত্রæটি থাকলে তা সংশোধনেরও প্রক্রিয়া আছে। কিন্তু বিডিনিউজে বিভিন্ন সময় প্রকাশিত একাধিক প্রতিবেদন পোর্টাল থেকে মুছে দেয়ার জন্য সংশ্লিষ্ট মহলের একের পর এক উকিল নোটিশ প্রেরণ ও মামলা দেয়ার হুমকি সম্পূর্ণ অনাকাঙ্খিত এবং কোনভাবেই মেনে নেয়ার মত নয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ গণমাধ্যমের ওপর এ ধরণের অনৈতিক চাপ প্রয়োগ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহŸান জানিয়ে বলেন, অন্যথায় দেশে গণমাধ্যমকর্মীরা নিজেদের অস্তিত্বের স্বার্থে এ ধরণের অপতৎপরতার বিরূদ্ধে রুখে দাঁড়াবে।
প্রেস বিজ্ঞপ্তি