Home গণমাধ্যম বিডিনিউজের ওপর অনৈতিক চাপ প্রয়োগের নিন্দা সিইউজে’র

বিডিনিউজের ওপর অনৈতিক চাপ প্রয়োগের নিন্দা সিইউজে’র

0
বিডিনিউজের ওপর অনৈতিক চাপ প্রয়োগের নিন্দা সিইউজে’র

দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল বিডিনিউজটুয়েন্টিফোরডটকম এর পুরোনো প্রতিবেদন মুছে ফেলার জন্য বিশেষ মহলের অনৈতিক চাপ প্রয়োগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন সিইউজে নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদে কোন ধরণের ত্রæটি থাকলে তা সংশোধনেরও প্রক্রিয়া আছে। কিন্তু বিডিনিউজে বিভিন্ন সময় প্রকাশিত একাধিক প্রতিবেদন পোর্টাল থেকে মুছে দেয়ার জন্য সংশ্লিষ্ট মহলের একের পর এক উকিল নোটিশ প্রেরণ ও মামলা দেয়ার হুমকি সম্পূর্ণ অনাকাঙ্খিত এবং কোনভাবেই মেনে নেয়ার মত নয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ গণমাধ্যমের ওপর এ ধরণের অনৈতিক চাপ প্রয়োগ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহŸান জানিয়ে বলেন, অন্যথায় দেশে গণমাধ্যমকর্মীরা নিজেদের অস্তিত্বের স্বার্থে এ ধরণের অপতৎপরতার বিরূদ্ধে রুখে দাঁড়াবে।

প্রেস বিজ্ঞপ্তি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here