Home দেশজুড়ে আনোয়ারায় হাতির আক্রমনে ১জনের মৃত্যু

আনোয়ারায় হাতির আক্রমনে ১জনের মৃত্যু

0
আনোয়ারায় হাতির আক্রমনে ১জনের মৃত্যু
নিউজ মেট্রো প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় থেকে নেমে আসা হাতির আক্রমনে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার রাতের কোন একসময় বটতলী ইউনিয়নের ভোলা শাহ’র মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আজিজ ফকির (৫০)। ওই ইউনিয়নের চাঁপাতলী গ্রামের মৃত মোহাম্মদ ছৈয়দ আলীর ছেলে। মানসিক ভারসাম্যহীন আজিজ ফকির দীর্র্ঘদিন ধরে ভোলা শাহ্ মাজার এলাকায় থাকতেন।
স্থানীয় ইউপি সদস্য মো.ইসমাঈল জানান,পাহাড় থেকে নেমে আসা হাতির পাল গত কয়েকদিন ধরে দেয়াঙ পাহাড় সংলগ্ন পশ্চিমচাল-চাঁপাতলীসহ আশপাশের গ্রামে ঘোরাফেরা করছিল। শুক্রবার রাতের কোনো এক সময় আজিজ ফকিরকে হাতি আক্রমণ করে। শনিবার ভোরে মাজার এলাকায় রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন ভোলা শাহ্ মসজিদের মুসল্লিরা। তার বুকে হাতির দাঁতের গুতোয় ছিদ্র হয়ে গেছে।
উপজেলা প্রশাসনসহ বনবিভাগকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here