Home অর্থনীতি খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই

খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই

0
খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই

নিউজ মেট্রো প্রতিনিধি :
খ্যাতিমান ব্যাংকার ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর  খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজউন)। আজ  বাদে যোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে গোপালগঞ্জ সদরে দাফন করা হবে।
হাসপাতাল সূত্র জানায়,  নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১ ফেব্রুয়ারি তিনি প্রথমে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় তাঁর কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুরুতে তিনি আইসিইউতে ছিলেন। মঙ্গলবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
খোন্দকার ইব্রাহিম খালেদ ১৯৪১ সালের ৪ জুলাই গোপালগঞ্জে জন্ম গ্রহণ করেন। ২০১১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here