
- নিউজ মেট্রো প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কে রশিদপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সকাল সাড়ে ছয়টার দিকে সিলেটমুখী লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী এনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ৬জন। পরে হাসপাতালে নেয়ার পর আরো ১জনের মৃত্যু হয়।আহত হয়েছে আরো অন্তত ২০ জন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সেখানে উদ্ধার কাজ শুরু করে এবং হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।