
নিউজ মেট্রো ডেস্ক :
বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জন। এর মধ্যে রোববার পর্যন্ত ৮ হাজার ৪০৮ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সূত্রে এ তথ্য পাওয়া গছে।
আইইডিসিআর এর তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষা করে ৩৮৫ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। আর এই সময় মারা গেছেন ৮জন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জন সুস্থ হয়েছেন।