Home অর্থনীতি বিএসএএ নির্বাচনকে ঘিরে জমজমাট শিপিং সেক্টর

বিএসএএ নির্বাচনকে ঘিরে জমজমাট শিপিং সেক্টর

0
বিএসএএ নির্বাচনকে ঘিরে জমজমাট শিপিং সেক্টর

নিউজ মেট্রো রিপোর্ট :
বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের (বিএসএএ) নির্বাচনকে ঘিরে এখন জমজমাট চট্টগ্রামের শিপিং অফিসগুলো। ভোট চাইতে প্রতিদিন দলবল নিয়ে অফিসে অফিসে ঘুরছেন প্রার্থীরা। ভোটারদের কাছে তুলে ধরছেন নিজেদের লক্ষ্য ও পরিকল্পনার কথা। নানা কৌশলে চেষ্ঠা করছেন নিজেদের পক্ষে ভোটের পাল্লা ভারি করতে।
আগামী ৪ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এসোসিয়েট ও অর্ডিনারি দুই ক্যাটাগরি থেকে মোট ২৪জন পরিচালক নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে সরাসরি প্রতিদ্ব›িদ্বতা করছে সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন ‘সম্মিলিত পরিষদ’ ও শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন ‘শাহেদ সরওয়ার প্যানেল’।
বিএসএসএ’র একাধিক প্রার্থী ও ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায়, সদস্যদের স্বার্থ রক্ষায় পুরো শিপিং সেক্টরকে ঐক্যবদ্ধ রাখা, বিএসএসএ’র গৌরব ফিরিয়ে আনা ও নিয়মতান্ত্রিকভাবে চট্টগ্রাম বন্দরের কর্মকান্ড পরিচালনায় ভূমিকা রাখার বিষয়কে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা।
ইতিমধ্যে প্যানেল ঘোষণা করে প্রচারণার মাঠে নেমে গেছেন দুই প্যানেলের প্রার্থীরাই। সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের প্রার্থীরা হলেন- এসোসিয়েট ক্যাটাগরিতে- মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, মো. রেয়াজ উদ্দিন খান, শামসুদ্দিন আহমেদ চৌধুরী (মিনার), খায়রুল আলম (সুজন), প্রবীর সিনহা, ওয়াহিদ আল নাজমুল হক এবং নজরুল ইসলাম। অর্ডিনারি ক্যাটাগরিতে- সৈয়দ মোহাম্মদ আরিফ, সৈয়দ ইকবাল আলী শিমুল, ওসমান গনি চৌধুরী, মো. আজফার আলী, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, মো. সাজ্জাদুর রহমান, মামুনুর রশিদ, মুনতাসির রুবাইয়াত, আবু খালেদ মোহাম্মদ শাকিল আহসান, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসেন, মোহাম্মদ জিয়াউল কাদেও, এস এম মাহবুবুর রহমান, এসএম এনামুল হক, এটিএম শহিদুল্লাহ, তানজিল আহমেদ রুহুল্লাহ এবং শহিদুল মোস্তাফা চৌধুরী।

অন্যদিকে ‘শাহেদ সরওয়ার প্যানেল’র প্রার্থীরা হলেন, অর্ডিনারি ক্যাটাগরিতে মোহাম্মদ শাহেদ সরওয়ার, আজিম রহিম চৌধুরী জিয়া, আনিস উদ দৌলা, এ এস এম সালাহউদ্দিন, কামরুজ্জামান লিটন, মোহাম্মদ আবদুল্লাহ জহির, মোহাম্মদ সালাহউদ্দিন, এনামুল হক, দেবপ্রসাদ ভট্টাচার্য, মো. আজমির হোসেন চৌধুরী, এ কে এম আতিকুর রহমান, এম আলী আশরাফ আহমদ খান, কপিল উদ্দিন আহমেদ, সরতাজ মো. ইমরান, মো. দিদারুর আলম চৌধুরী এবং মোহাম্মদ শাহীন।
এসোসিয়েট ক্যাটাগরিতে ক্যাপ্টেন সালাহ উদ্দিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, মো. জহিরউদ্দিন জুয়েল, ক্যাপ্টেন মুনতাসের মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ মোরশেদ হারুন,কাজি মনসুর উদ্দিন, ক্যাপ্টেন মোহাম্মদ আবুল খায়ের এবং মোহাম্মদ সাইফুল কাদের।

উভয় প্যানেলই ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের এ নাম ঘোষণা করেছে। সম্মিলিত পরিষদের প্রার্থী খায়রুল আলম সুজন নিউজ মেট্রোকে বলেন, শিপিং এজেন্ট এসোসিয়েশনের ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা এবং শিপিং এজেন্টদের স্বার্থ ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সম্মিলিত পরিষদ আগামী নির্বাচনে অংশ গ্রহণ করছে। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে গমনাগনকারী জাহাজকে ঘিরেই দেশের অর্থনীতির চাকা ঘুরছে। তাই বন্দরে জাহাজের গমনাগমন ব্যবস্থা যাতে মসৃণ থাকে- সে বিষয়ে আমরা বিশেষ দৃষ্টি দিতে চাই।
শাহেদ সরওয়ার প্যানেল’র নেতৃত্বদানকারী মোহাম্মদ শাহেদ সরওয়ার এ প্রতিবেদককে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে র্সবস্তরের শিপিং এজেন্টদের স্বার্থ রক্ষা। অর্থাৎ যেসব পয়েন্টে শিপিং এজেন্টরা কাজ করেন সকলের স্বার্থকে সমান দৃষ্টিতে দেখা। তিনি বলেন, গত ৫-৭ বছরে সংগঠন অনেক পিছিয়ে গেছে। সকলকে ঐক্যবদ্ধ করে সংগঠনের হারানো গৌরব আমরা ফিরিয়ে আনতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here